মুম্বই, 4 ফেব্রুয়ারি : নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য় পরপর মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি নতুন ছবি ৷ একদিকে যেমন 25 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', তেমনি আবার 4 মার্চ মুক্তির আলো দেখতে চলছে বিগ বি-র নতুন ছবি 'ঝুন্ড' ৷ আর 20 মে একইদিনে রুপোলি পর্দায় আসছে রাজামৌলির 'ত্রিপিল আর' এবং কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটির নতুন প্রয়াস 'ভুল ভুলাইয়া 2' ৷ এরই মাঝে হোলির দিন অর্থাৎ 18 মার্চ মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে' ৷ নতুন ছবিতে এবার কৃতি স্য়াননের সঙ্গে জুটি বেঁধেছেন খিলাড়ি কুমার ৷
নতুন বছরের নতুন ছবির এই তালিকায় এবার অন্তর্ভুক্ত হল অ্যাকশন হিরো জন আব্রাহামের নামও ৷ 1 এপ্রিল আসতে চলেছে তাঁর নতুন ছবি 'অ্যাটাক-পার্ট 1' (Attack Part 1 releasing in cinemas on 1st April 2022) ৷ যদিও এই ছবি রুপোলি পর্দায় আসার কথা ছিল জানুয়ারিতেই, কিন্তু ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে জন তাঁর অনুরাগীদের জানিয়েছেন জানুয়ারির বদলে এপ্রিল ফুল ডে-তে মুক্তি পেতে চলেছে তাঁর এই নতুন অ্যাকশন থ্রিলার ৷