পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

New Film Nerve : দুই বোনের লড়াইয়ের কাহিনি নিয়ে আসছে নতুন ছবি 'নার্ভ' - New Film Nerve

এপ্রিলে শুরু হতে চলেছে সায়ন বসুচৌধুরীর আসন্ন বাংলা ছবি 'নার্ভ'-এর শ্যুটিং (Sayan Basu Chowdhury is Coming with His New Film) ৷ দুই বোনের জীবনের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷

New Film Nerve
দুই বোনের লড়াইয়ের কাহিনি নিয়ে আসছে নতুন ছবি 'নার্ভ'

By

Published : Mar 28, 2022, 2:24 PM IST

Updated : Mar 28, 2022, 4:45 PM IST

কলকাতা, 28 মার্চ : সম্রাজ্ঞী এবং ঋত্বিকা নামের দুই বোনের জীবন কাহিনি নিয়ে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি 'নার্ভ'। সায়ন বসুচৌধুরীর পরিচালনায় এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে আগামী এপ্রিলেই (Sayan Basu Chowdhury is Coming with His New Film) ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, দুই বোনের মধ্যে ঋত্বিকার জীবন কাটে হুইল চেয়ারে । তিনি হাঁটতে পারেন না । ঋত্বিকাকে দেখাশোনা করেন তাঁর দিদি সম্রাজ্ঞী । ঋত্বিকা ভালবাসে দেবকে । সময়ের গতিপথ কোন দিকে নিয়ে যাবে এই তিনজন মানুষের ভাগ্যকে? নাকি ভাগ্যের কাছে হেরে যাবে তারা? এই সব প্রশ্নের উত্তর দিতেই আসছে এই ছবি।

সম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায় এবং ঋত্বিকার চরিত্রে পর্দায় দেখা যাবে অনন্যা গুহকে । এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন অভিনেতা অক্ষয় গুপ্তা । তাঁর চরিত্রটি দেবকেই ভালবাসে ঋত্বিকা । ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ঈশান মজুমদার । এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরির মত বেশি কিছু চেনা অচেনা মুখ ।

এপ্রিলে শুরু হতে চলেছে সায়ন বসু চৌধুরীর আসন্ন বাংলা ছবি 'নার্ভ'-এর শ্যুটিং

ছবির সংগীত পরিচালনা করেছেন অমিত মিত্র। ছবিটি মুক্তি পাবে 'রাধে কৃষ্ণ ফিল্মস'- এর ব্যানারে আদেশ আগারওয়ালের প্রযোজনায়। এই ছবির চরিত্র প্রসঙ্গে ঈশান বলেন, "অসুস্থ মেয়েটি দুর্ঘটনায় হারিয়ে ফেলে তার বাবা, মা এবং বোনকে । অথচ তাদের ও দেখতে পায় । অন্য কেউ পায় না দেখতে । ওকে এই জগত থেকে বের করে আনে আমার চরিত্রটি । এখানে আমি একজন সায়কিয়াট্রিস্টের ভূমিকায় আছি ।"

আরও পড়ুন :শেষ লড়াইয়ে আশাভঙ্গ সুস্মিত-রিণ্টুদের, সেরা তথ্য়চিত্রের খেতাব জিতল 'সামার অফ সোল'

ঈশানের কথা অনুযায়ী যদি ছবির গল্প ভাবা হয় তা হলে কি সম্রাজ্ঞীও মৃত? উত্তর দেবে 'নার্ভ'। প্রসঙ্গত, বড় পর্দার ব্যস্ত অভিনেতা ঈশান । সামনেই রয়েছে তাঁর আরও একটি কাজ। পরিচালক প্রণবেশ চন্দ্রর একটি ছবিতে কাজ করছেন তিনি । একটি নাটককে ছবিতে রূপান্তরিত করা হচ্ছে সেখানে ।

সম্রাজ্ঞী এবং ঋত্বিকা নামের দুই বোনের জীবনকাহিনি নিয়ে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি 'নার্ভ'
Last Updated : Mar 28, 2022, 4:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details