কলকাতা, 28 মার্চ : সম্রাজ্ঞী এবং ঋত্বিকা নামের দুই বোনের জীবন কাহিনি নিয়ে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি 'নার্ভ'। সায়ন বসুচৌধুরীর পরিচালনায় এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে আগামী এপ্রিলেই (Sayan Basu Chowdhury is Coming with His New Film) ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, দুই বোনের মধ্যে ঋত্বিকার জীবন কাটে হুইল চেয়ারে । তিনি হাঁটতে পারেন না । ঋত্বিকাকে দেখাশোনা করেন তাঁর দিদি সম্রাজ্ঞী । ঋত্বিকা ভালবাসে দেবকে । সময়ের গতিপথ কোন দিকে নিয়ে যাবে এই তিনজন মানুষের ভাগ্যকে? নাকি ভাগ্যের কাছে হেরে যাবে তারা? এই সব প্রশ্নের উত্তর দিতেই আসছে এই ছবি।
সম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায় এবং ঋত্বিকার চরিত্রে পর্দায় দেখা যাবে অনন্যা গুহকে । এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন অভিনেতা অক্ষয় গুপ্তা । তাঁর চরিত্রটি দেবকেই ভালবাসে ঋত্বিকা । ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ঈশান মজুমদার । এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরির মত বেশি কিছু চেনা অচেনা মুখ ।