পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

New Feluda in Hatyapuri: এবার হত্যাপুরী, সন্দীপ রায় আনছেন নতুন ফেলুদাকে - নতুন ফেলুদা

নতুন বছরে আসছে নতুন চমক ৷ এসভিএফ-এর প্রযোজনায় সন্দীপ রায় (Sandip Ray film) আনছেন নতুন ছবি যার প্রেক্ষাপট সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ (Hatyapuri)। সেখানে দর্শকরা পাবেন নতুন ফেলুদাকে (new Feluda)৷

new Feluda to be introduced in Sandip Ray film Hatyapuri
এবার 'হত্যাপুরী', সন্দীপ রায় আনছেন নতুন ফেলুদাকে

By

Published : Dec 30, 2021, 4:53 PM IST

Updated : Dec 30, 2021, 5:08 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: নতুন বছরে নতুন ফেলুদাকে দর্শকের দরবারে আনতে চলেছেন সন্দীপ রায় (Sandip Ray film)। প্রযোজনায় এসভিএফ (SVF film)।

প্রদোষ মিত্রর নয়া তদন্তের প্রেক্ষাপট সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ (Hatyapuri)। এই ছবিতেই দেখা যাবে এক নতুন ফেলুদাকে (new Feluda)। জানা গিয়েছে, এ যাবত যাঁদের ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছে, তাঁরা কেউই এবারের ফেলুদার চরিত্রে নেই । তা হলে কে ? মুখে কুলুপ এঁটেছেন পরিচালক এবং প্রযোজক উভয় পক্ষই ।

আগামী মার্চ থেকে নতুন ছবির শুট শুরু হওয়ার সম্ভাবনা । পুরী, ভুবনেশ্বর, কলকাতা এবং স্টুডিয়োয় চলবে শুটিং । চিত্রনাট্য, সঙ্গীত এবং ছবির পরিচালনায় সন্দীপ রায় ।

আরও পড়ুন:Srabanti Om in Bhoy Peyo Na : বছরের শুরুতেই শুটিং শুরু ‘ভয় পেয়ো না’-র, কেমন লুকে ওম-শ্রাবন্তী ?

গল্প অনুযায়ী, পুরীর সমুদ্র সৈকতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ আবিষ্কার করবে ফেলুদা-তোপসে-জটায়ু । তদন্তের শুরুতেই তারা মুখোমুখি হবে ডিজি সেনের । সে আবার বিরল পাণ্ডুলিপির সংগ্রাহক । রহস্য আরও জমে ওঠে যখন ডিজি-র সংগ্রহ থেকে একটি বিরল পাণ্ডুলিপি গায়েব হয় । এবং ডিজি নিজে নিখোঁজ হয় । এরপর পুরীতে মেলে আরও একটি মৃতদেহ । কে বা কারা আছে এই রহস্যের পিছনে তা নিয়েই এই ছবি । গল্প সকলেরই জানা প্রায়, যাঁরা গল্পটি পড়েছেন । তাই ফেলুদার ভূমিকায় কে সেটাই দুরন্ত চমক হিসেবে রাখতে চান সন্দীপ রায় ।

হত্যাপুরীর পোস্টার

আরও পড়ুন:Kulpi Poster released : সামনের এল বামন 'কুলপি'র প্রেম কাহিনির ডিজিটাল পোস্টার

পাঠক ভাবুন দেখি, কে হতে পারেন নতুন ফেলুদা ? প্রসঙ্গত, অনীক দত্তর 'অপরাজিত' ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি ছবিতে দেখা যাবে জিতু কমলকে । যার ছবি দেখে অনেকেই সত্যজিৎ রায় ভেবে ভুল করেছেন । এমনকী জিতু নিজেও ভুল করেছেন ৷ এরকমই কি কোনও চমক আসতে চলেছে দর্শকের জন্য ? সন্দীপ রায়ের আগামী ছবি 'হত্যাপুরী'র সাজসজ্জায় ললিতা রায় । চিত্রগ্রহণে সৌমিক হালদার । শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য ।

এদিন ইটিভি ভারতকে ললিতা রায় বলেন, "এখনও দু‘-একজন ছাড়া কোনও আর্টিস্ট ঠিক হয়নি । তাই কিছুই বলা যাবে না । বলার মতো জায়গায় এখনও নেই কিছু । পরিস্থিতি ঠিক থাকলে মার্চের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে, এটুকু বলতে পারি ।"

আরও পড়ুন:Aparajita first look: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা

Last Updated : Dec 30, 2021, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details