পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'এই আমি রেণু' এটাই সোহিনীর নয়া পরিচয় - 'এই আমি রেণু'

সৌমেন সুর পরিচালিত এবং সোহিনী সরকার ও সোহম চক্রবর্তী অভিনীত নতুন বাংলা ছবি 'এই আমি রেণু' ৷ এছাড়াও এই ছবিতে অভিনয়ে করতে দেখাযাবে কৌশিক গাঙ্গুলি, গৌরব চক্রবর্তী ও অলিভিয়া সরকারের মতন অনেক চেনা অচেনা মুখকে ৷ বাঙালি সমাজকে নস্টালজিক প্রেমের স্বাদ মনে করাতে আগামী ৯ই এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি ৷

new bengali movie 'Ei ami Renu'
'এই আমি রেণু' ছবির পোস্টার,সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : Mar 17, 2021, 6:28 PM IST

Updated : Mar 18, 2021, 1:30 PM IST

কলকাতা, 17 মার্চ : বাঙালি সমাজ বরাবরই নস্টালজিয়ায় ভাসে ৷ আর তাঁদের নস্টালজিয়ার সেই স্বাদ স্মরণ করাতে প্রস্তুত সৌমেন সুর পরিচালিত নতুন বাংলা ছবি 'এই আমি রেণু' ৷ রেনুর চরিত্রে অভিনয়ে করবেন সোহিনী সরকার ৷ লঞ্চ হয়ে গেছে ছবির ট্রেলারও ৷

সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'এই আমি রেণু' আর বন্দি থাকবেন না পৃষ্ঠার ভাঁজে ৷ 'রেনু'র দেখা মিলবে এবার রূপোলি পরদাতে ৷ বিশ শতকের কলকাতাকে এবার আশির দশকের রোম্যান্স উপহার দেবে এই ছবি ৷

বর্তমান সমাজ ভার্চুয়াল প্রেমেই মশগুল ৷ মোবাইলের স্ক্রিনেই বন্ধ হয়ে গেছে ভালোবাসার অনুভূতি ৷ এমন একটি মুহূর্তে প্রেমপত্রের মাধ্যমে ভালোবাসার অনুভূতিকে আবার করে জাগিয়ে তোলার উদ্যোগ নিয়েছে এই ছবি ৷

আর সেই প্রেমে হাবুডুবু খেতে দেখাযাবে সোহিনী,সোহম ও গৌরবকে ৷ ছবিতে সোহিনীকে দেখাযাবে নস্টালজিক প্রেমে বিশ্বাসী একটি সাধারণ মেয়ে হিসেবে ৷ যাঁর একধারে তাঁর স্বামী ও সংসার আর অন্যধারে রয়েছে পরিণতি না পাওয়া ভালবাসা ৷

কি হবে অবশেষে? কোন দিকে গড়াবে 'রেনু'র জীবন? এমন হাজারো প্রশ্ন এবং উত্তরের জর্জ্জরিত 'রেনু' জীবন ৷ ছবি শেষে তাঁর জীবন রঙিন হবে নাকি চিরতরে ধূসর হয়ে যাবে এখন সেটাই দেখার ৷ তাই দর্শককে অপেক্ষা পরতে হবে 9 এপ্রিল অবধি ৷ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেই দিনই ৷

Last Updated : Mar 18, 2021, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details