পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইচ্ছে পূরণের গল্প বলবে 'ইচ্ছে উড়ান' - icche uran

জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং । সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি ।

gf
fg

By

Published : Dec 13, 2019, 7:30 PM IST

কলকাতা : শ্বেতা মোশন পিকচারস একটি নতুন প্রযোজনা সংস্থা । দেবজিৎ চট্টোপাধ্যায় এই সংস্থার কর্ণধার । তাঁদের প্রথম ছবি 'ইচ্ছে উড়ান'-এর ঘোষণার সঙ্গে সামনে এল সংস্থাটিও । ছবির পরিচালক সুমন মৈত্র ।

'ইচ্ছে উড়ান' ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিচালক সুমন মৈত্র, সাহেব ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, তনুকা চট্টোপাধ্যায়, দেব রঞ্জন নাগ ও সহেলী মুখার্জি ।

'ইচ্ছে উড়ান' একটি পারিবারিক ছবি । এখানে ইচ্ছে ও তার উড়ানের কথাই বলা হয়েছে । 80 বছর বয়সি চিকিৎসক ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের দুই মেয়ে জয়া এবং মিলিও চিকিৎসক । তারা বাবার স্বপ্নপূরণ করতে চায় । কী সেই স্বপ্ন ? যেসব বাচ্চারা ক্যানসার রোগে আক্রান্ত এবং জীবনের যুদ্ধ লড়ছে, তাদের সুস্থ করার ইচ্ছেপূরণ করতে চায় তাদের বাবা । এই গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে ।

ছবিতে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, বরুণ চন্দ, অঞ্জনা বোস, কৌশিক সেন, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত, সোমা চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, বুদ্ধদেব ভট্টাচার্য, তনিমা সেন, তনুকা চট্টোপাধ্যায়, দেবরঞ্জন নাগ । ছবির সংগীত লিখেছেন ঋতম সেন । জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং । সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details