চেন্নাই, 24 অক্টোবর: দীর্ঘ সাত দশক ধরে মনোরঞ্জনের রসদ জুগিয়ে আসছেন ৷ নিজেই একটা আস্ত ইন্ডাস্ট্রি ৷ অথচ কখনও নাকি পুরস্কার পাওয়ার প্রত্যাশাই রাখেননি ‘থালাইভা’ রজনীকান্ত ৷ বিনোদন জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পাওয়ার আগে রবিবার সকালে নিজেই সে কথা জানালেন অভিনেতা ৷
সোমবার রজনীকান্তের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে ৷ তার আগে রবিবার চেন্নাইয়ে পোয়েস গার্ডেনের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখী হন রজনী ৷ সেখানে তিনি বলেন, ‘‘পুরস্কার পাওয়ার কোনও প্রত্যাশাই কখনও ছিল না ৷ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি আমি ৷’’
আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?
প্রয়াত পরিচালক কে বালাচন্দ্রকে গুরু বলে মানেন রজনী ৷ গুরু তাঁকে দাদাসাহেব ফালকে পেতে দেখে যেতে পারলেন না, তা নিয়েও দুঃখপ্রকাশ করেন অভিনেতা ৷ তিনি বলেন, ‘‘এমন দিনে কেবি স্যারকে খুব মিস করছি ৷ আমাকে পুরস্কার পেতে দেখে যেতে পারলেন না উনি ৷’’
জীবনে যতটুকু অর্জন করেছেন, বরাবর তাঁর কৃতিত্ব অনুরাগীদেরই দিয়েছেন রজনী ৷ এ দিনও অনুরাগীদের কৃতজ্ঞতা জানান ৷ তিনি বলেন, ‘‘রাজনৈতিক ব্যক্তিত্ব, বিনোদন জগতের কলাকুশলী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী এবং সংবাদমাধ্যমের কাছে থেকে এত ভালবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা পেয়ে আমি অভিভূত ৷ ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন আমাকে ৷ সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ৷’’