পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rajinikanth: ‘পুরস্কার পাওয়ার আশাই করিনি কখনও’, দাদাসাহেব ফালকের আগে বিনয়ীবার্তা রজনীর

প্রায় পাঁচ দশক ধরে বড়পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ৷ বয়স সত্তরের কোঠায় পৌঁছে গেলেও, মনোরঞ্জন করে চলেছেন ৷ দীর্ঘ কর্মজীবনে অজস্র পুরস্কর এবং সম্মানও পেয়েছেন ৷

ককক
দাদাসাহেব ফালকে পাচ্ছেন রজনীকান্ত

By

Published : Oct 24, 2021, 6:21 PM IST

চেন্নাই, 24 অক্টোবর: দীর্ঘ সাত দশক ধরে মনোরঞ্জনের রসদ জুগিয়ে আসছেন ৷ নিজেই একটা আস্ত ইন্ডাস্ট্রি ৷ অথচ কখনও নাকি পুরস্কার পাওয়ার প্রত্যাশাই রাখেননি ‘থালাইভা’ রজনীকান্ত ৷ বিনোদন জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পাওয়ার আগে রবিবার সকালে নিজেই সে কথা জানালেন অভিনেতা ৷

সোমবার রজনীকান্তের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে ৷ তার আগে রবিবার চেন্নাইয়ে পোয়েস গার্ডেনের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখী হন রজনী ৷ সেখানে তিনি বলেন, ‘‘পুরস্কার পাওয়ার কোনও প্রত্যাশাই কখনও ছিল না ৷ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি আমি ৷’’

আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?

প্রয়াত পরিচালক কে বালাচন্দ্রকে গুরু বলে মানেন রজনী ৷ গুরু তাঁকে দাদাসাহেব ফালকে পেতে দেখে যেতে পারলেন না, তা নিয়েও দুঃখপ্রকাশ করেন অভিনেতা ৷ তিনি বলেন, ‘‘এমন দিনে কেবি স্যারকে খুব মিস করছি ৷ আমাকে পুরস্কার পেতে দেখে যেতে পারলেন না উনি ৷’’

জীবনে যতটুকু অর্জন করেছেন, বরাবর তাঁর কৃতিত্ব অনুরাগীদেরই দিয়েছেন রজনী ৷ এ দিনও অনুরাগীদের কৃতজ্ঞতা জানান ৷ তিনি বলেন, ‘‘রাজনৈতিক ব্যক্তিত্ব, বিনোদন জগতের কলাকুশলী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী এবং সংবাদমাধ্যমের কাছে থেকে এত ভালবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা পেয়ে আমি অভিভূত ৷ ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন আমাকে ৷ সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ৷’’

আরও পড়ুন:Aryan Khan: হেফাজতে থাকা আরিয়ানের ভিডিয়ো প্রকাশ করে নয়া দাবি শিবসেনার

কর্নাটকের মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের ৷ ছত্রপতি শিবাজির নামে মা-বাবা নাম রাখেন শিবাজি রাও গায়কোয়াড় ৷ কিন্তু অনুরাগীদের কাছে তিনি রজনীকান্ত ৷ প্রায় পাঁচ দশক ধরে বড়পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ৷ বয়স সত্তরের কোঠায় পৌঁছে গেলেও, মনোরঞ্জন করে চলেছেন ৷ দীর্ঘ কর্মজীবনে অজস্র পুরস্কর এবং সম্মানও পেয়েছেন ৷ ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ, পদ্মভূষণেও সম্মানিত করেছে ৷

এ বছর মার্চ মাসে 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস-এ দাদাসাহেব ফালকের জন্য রজনীর নাম ঘোষিত হয় ৷ সেই সময় টুইটারে কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানান রজনী । একটি চিঠিতে লেখেন, ‘কালকের দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ৷ ভারত সরকার দাদাসাহেব পুরস্কার দিচ্ছে ৷ মানুষের ভালবাসা এবং সমর্থনেই তা সম্ভব হচ্ছে ৷’

আরও পড়ুন:Bangla TV Serial : করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে ইটিভি ভারত

নেটমাধ্যমে রজনীকে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বিনোদন জগতের নামজাদা ব্যক্তিত্বরা, যাঁদের মধ্যে রয়েছেন নীনা গুপ্ত, হৃতিক রোশন, অক্ষয় কুমার, অনিল কপূর, করণ জোহর, শিল্পা শেট্টি, সিদ্ধার্থ মালহোত্র, বনি কপূর ৷ আলাদা করে রজনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

ABOUT THE AUTHOR

...view details