পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়েলিটি শোয়ের মাধ্যমে বদলার গল্প বলবে 'নেটওয়ার্ক' - rini

সামনে এল সপ্তাশ্ব বসু পরিচালিত 'নেটওয়ার্ক' ছবির ট্রেলার। গল্পের আদ্য়োপান্ত একটি রিভেঞ্জ স্টোরি। ট্রেলারে তেমই ঝলক পাওয়া গেছে।

ট্রেলার লঞ্চে

By

Published : May 14, 2019, 10:25 AM IST

কলকাতা : ETV Bharat-কে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় বলেছিলেন, 'নেটওয়ার্ক' তাঁর করা অন্য়তম সেরা একটি ছবি। গতকাল ট্রেলার সামনে আসার পর দর্শকও সে কথাই বলতে শুরু করেছেন। কারণ, প্রায় অনেকদিন পর ফের একবার শাশ্বতকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে।

গতকাল ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার, অনিন্দ্য চ্য়াটার্জি ও সপ্তাশ্ব বসু। ছবির প্রসঙ্গে সব্যসাচী বলেন, "আমার চরিত্রটা একজন প্রযোজকের। অনির্বাণ চক্রবর্তী। অভিজিৎ গাঙ্গুলি, শাশ্বত করছে। এবার একটা কনসেপ্ট নিয়ে ঝামেলা হয়। ওর ও আমার কনসেপ্ট মিলে যায়। পরে দেখা যায় আমি সেটা চুরি করেছি। আর তার জন্য ও বদলা নেয়। কীভাবে বদলা নেয় সেটা ছবি দেখলে বোঝা যাবে।"

রিনি ছবির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। সেই প্রসঙ্গে রিনি জানালেন তিনি খুবই এক্সাইটেড ছবির জন্য। ছবি তৈরির অভিজ্ঞতা শেয়ার করে নিলেন। কী বললেন, দেখুন ভিডিয়োয়।

ট্রেলার লঞ্চে

ABOUT THE AUTHOR

...view details