মোহালি, 4 মার্চ: শুক্রবার ক্রিকেট জীবনের এক বড় মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের শততম টেস্ট খেলে ফেললেন তিনি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাস্কর, ভিভিএস লক্ষণদের সঙ্গে এক তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন রান মেশিন ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে এই বিশেষ দিনে বিরাটকে সম্মানিত করল বিসিসিআই ৷ তাঁর হাতে এদিন শততম টেস্টের জন্য তৈরি বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন 100র বেশি টেস্ট খেলা আরেক ভারতীয় কিংবদন্তি তথা ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ৷
যদিও এই বিশেষ দিনেও নেটিজেনদের ট্রোলিং পিছু ছাড়ল না ভারতীয় দলের এই সুপারস্টারের ৷ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন বিরাটের সঙ্গেই মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ তাঁর এই উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলতে করল নেটিজেনদের একাংশ (Criticism Around Anuska Sharma Presense) ৷ তাঁদের বক্তব্য়, "অনুষ্কা শর্মা কীভাবে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি পান ?"