নয়ডা, 21 মার্চ : সম্প্রতি পরিচালক বিনোদ কাপরির পোস্ট করা ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োর মূল নায়ক 19 বছরের এক তরুণকে এখন রীতিমত স্যালুট জানাচ্ছেন নেটিজেনরা ৷ কী এমন উঠে এসেছে এই ভিডিয়োতে ? আসলে রবিবার মধ্যরাতে নিজের গাড়ি নিয়ে ফিরছিলেন বিনোদ ৷ সেসময় তিনি দেখেন একটি তরুণ রাস্তায় দৌড়াচ্ছেন ৷ তাঁকে নিজের গাড়িতে উঠে আসার অনুরোধ জানান তিনি, জানান সে যেখানে বলবেন তিনি তাঁকে সেখানেই নামিয়ে দেবেন ৷
ছেলেটি রাজি হয় না ৷ বিনোদ বারবার অনুরোধ করার পর শেষমেষ কারণ জানতে চাইলে, ছেলেটি জানান, তিনি আর্মিতে যোগদানের জন্য অনুশীলন করছেন ৷ তিনি ম্যাকডোনাল্ড কোম্পানিতে কাজ করেন ৷ দৌড়ানোর সময় পান না (boy running away with a bag on the streets of Noida) ৷ তাই এখনই দৌড়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে ৷ বিনোদ ছেলেটির সঙ্গে আরও কথা বলতে গিয়ে জানতে পারেন, যুবকের নাম প্রদীপ মেহতা ৷ তিনি তাঁকে তাঁর সঙ্গে ডিনারের জন্যও নিমন্ত্রণ করেন ৷ কিন্তু প্রদীপ জানান, তিনি বাড়িতে গিয়ে দাদার জন্য রান্না করবে ৷ দাদার নাইট ডিউটি থাকে, না হলে দাদা খেতে পাবে না ৷