মুম্বই : খুব অল্প সময়ের মধ্যে ভারতীয়দের মুঠোফোনে ছেয়ে গেছে নেটফ্লিক্স । সিনেমা-সিরিজ়-ডকুমেন্ট্রির বিশাল ভাণ্ডার নিয়ে প্রস্তুত এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম । তবে সমস্ত জার্নিতেই কিছু খারাপ অভিজ্ঞতা থাকে । ঠিক তেমনই একটা ঘটনায় ক্ষমা চাইতে হল নেটফ্লিক্সে ।
'কিউটিজ়' নামে একটি ফ্রেঞ্চ ফিল্মে এক 11 বছরের মেয়ের স্বপ্নপূরণের গল্প বলা হয়েছে । তার ডান্স ক্রুতে জয়েন করার জার্নি তুলে ধরা হয়েছে । তবে ছবির প্রোমোশনে মেয়েটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতেই আপত্তি দর্শকের ।
Change.org নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে 2 লক্ষ 25 হাজার মানুষ একটি পিটিশন দায়ের করেছেন । তারা জানিয়েছেন যে, এই ফিল্মে ব্যবহৃত আর্টওয়ার্ক 'বিরক্তিকর' ও ছোটো বাচ্চাদের সেখানে ভুলভাবে ব্যবহার করা হয়েছে । বিকৃত মস্তিষ্ক মানুষদের মনোরঞ্জনের জন্যই এভাবে প্রোমোশন করছে নেটফ্লিক্স, অভিযোগ দর্শকের ।
পিটিশনটি পাওয়ার পর নেটফ্লিক্স ক্ষমা চেয়েছে । তারা জানিয়েছেন. "'কিউটিজ়' ছবিটির জন্য আমরা যে আর্টওয়ার্ক ব্যবহার করেছি সেটা ঠিক হয়নি । আমরা গভীরভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ।"
ছবিটির ফ্রেঞ্চ নাম 'মিগননস' । ছবির বক্তব্যের থেকে অনেকটাই আলাদা ছবির প্রোমোশনের নেটফ্লিক্স ব্যবহৃত আর্টওয়ার্ক । তবে দর্শকের খারাপ লাগাকে মাথায় রেখে নিজেদের ভুল শোধরাতে প্রস্তুত এই OTT প্ল্যাটফর্ম ।