মুম্বই, 5 সেপ্টেম্বর: গত বছরই তাঁকে একা করে দিয়ে চলে গিয়েছেন তাঁর প্রাণপ্রিয় ৷ সেই মানুষটার 69তম জন্মদিন পালন করে পুরনো স্মৃতি হাতড়ে বেড়ালেন নীতু কাপুর (Neetu Kapoor)৷ বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন পরিবার ও বন্ধুবান্ধবরা ৷ সশরীরে হাজির ছিলেন স্বয়ং ঋষি কাপুরও (Rishi Kapoor's Birthday) !
অবাক লাগছে ? আসলে প্রয়াত অভিনেতার উচ্চতার সমান একটি কাটআউট তৈরি করিয়েছিলেন নীতু কাপুর ৷ সেই কাটআউকে ঘিরেই তোলা হল গ্রুপ ফটো ৷ সেই ছবিতে দেখা গিয়েছে ঋষি কাপুরের ভাই রণধীর কাপুর (Randhir Kapoor), বন্ধু শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), বরুণ ধাওয়ান (David Dhawan)-সহ আরও অনেককে ৷ বার্থ ডে সেলিব্রেশনের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নীতু ৷ এই ছবি মনে করিয়ে দিয়েছে কাপুর অ্যান্ড সনসের (Kapoor And Sons) সোনালী মুহূর্তকে ৷
আরও পড়ুন:Rishi Kapoor : 69তম জন্মবার্ষিকীতে ঋষি কাপুরের শেষ অভিনীত ছবির পোস্টার শেয়ার
জন্মদিনের পার্টিতে নিঃসন্দেহে ঋষির কাপুরের লাইফসাইজ কাউআউট ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ তবে নজর কেড়েছে জন্মদিনের স্পেশ্যাল কেকটিও ৷ থিম কেকটি সাজানো হয়েছে 'মুল্ক' স্টারের পছন্দের সব জিনিস দিয়ে ৷ হুইস্কির বোতল থেকে শুরু করে, টুইটার লোগো, গিটার এমনকী এক বাটি মাটন কারিও রাখা ছিল সেই কেকে ৷