পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rishi Kapoor's Birthday: ঋষি কাপুরকে জড়িয়েই জন্মদিন পালন নীতুর, চমক বার্থ ডে কেকেও - নীতু কাপুর

প্রয়াত বলি অভিনেতা ঋষি কাপুরের 69তম জন্মদিন (Rishi Kapoor's Birthday) পালন করলেন তাঁর স্ত্রী নীতু কাপুর ৷ বার্থ ডে পার্টিতে ঋষি কাপুরের সমান উচ্চতার কাটআউট ও কেক ছিল নজরকাড়া ৷

Neetu Kapoor celebrated Rishi Kapoor's Birth Anniversary
ঋষি কাপুরকে জড়িয়েই জন্মদিন পালন নীতুর, চমক বার্থ ডে কেকেও

By

Published : Sep 5, 2021, 8:16 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: গত বছরই তাঁকে একা করে দিয়ে চলে গিয়েছেন তাঁর প্রাণপ্রিয় ৷ সেই মানুষটার 69তম জন্মদিন পালন করে পুরনো স্মৃতি হাতড়ে বেড়ালেন নীতু কাপুর (Neetu Kapoor)৷ বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন পরিবার ও বন্ধুবান্ধবরা ৷ সশরীরে হাজির ছিলেন স্বয়ং ঋষি কাপুরও (Rishi Kapoor's Birthday) !

অবাক লাগছে ? আসলে প্রয়াত অভিনেতার উচ্চতার সমান একটি কাটআউট তৈরি করিয়েছিলেন নীতু কাপুর ৷ সেই কাটআউকে ঘিরেই তোলা হল গ্রুপ ফটো ৷ সেই ছবিতে দেখা গিয়েছে ঋষি কাপুরের ভাই রণধীর কাপুর (Randhir Kapoor), বন্ধু শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), বরুণ ধাওয়ান (David Dhawan)-সহ আরও অনেককে ৷ বার্থ ডে সেলিব্রেশনের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নীতু ৷ এই ছবি মনে করিয়ে দিয়েছে কাপুর অ্যান্ড সনসের (Kapoor And Sons) সোনালী মুহূর্তকে ৷

ঋষি কাপুরকে জড়িয়েই জন্মদিন পালন নীতুর, চমক বার্থ ডে কেকেও

আরও পড়ুন:Rishi Kapoor : 69তম জন্মবার্ষিকীতে ঋষি কাপুরের শেষ অভিনীত ছবির পোস্টার শেয়ার

জন্মদিনের পার্টিতে নিঃসন্দেহে ঋষির কাপুরের লাইফসাইজ কাউআউট ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ তবে নজর কেড়েছে জন্মদিনের স্পেশ্যাল কেকটিও ৷ থিম কেকটি সাজানো হয়েছে 'মুল্ক' স্টারের পছন্দের সব জিনিস দিয়ে ৷ হুইস্কির বোতল থেকে শুরু করে, টুইটার লোগো, গিটার এমনকী এক বাটি মাটন কারিও রাখা ছিল সেই কেকে ৷

আরও পড়ুন :Uttam Kumar Birthday: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

প্রয়াত হাবির জন্মদিনে সাতসকালে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগী পোস্টও করেন নীতু কাপুর ৷ নিউ ইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা চলাকালীন সময়ের কথা তুলে নীতু লেখেন, "নিউ ইয়র্ক সিটিতে আমাদের কঠিন কয়েক বছরে ঋষিজির থেকে আমি অনেক কিছু শিখেছি ৷ ওঁর রক্তের পরিমাণ যখন বাড়ছিল কীভাবে আমরা সেলিব্রেট করেছিলাম...আমরা নৈশভোজ করতাম, শপিং করতাম, আনন্দ করতাম ৷ আর যখন তা কমত, তখন আমরা শুধু বাড়িতে বসে টিভি দেখতাম, ভাল খাবার খেতাম, তবু দারুণ মুহূর্ত কাটাতাম এই আশা নিয়ে যে, পরের রাউন্ডের কেমোথেরাপির ফল ভালো হবে ৷"

আরও পড়ুন :Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

দু বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত 30 এপ্রিল মুম্বইয়ে প্রয়াত হন ঋষি কাপুর ৷ মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল 67 বছর ৷ সেই সময় ইনস্টাগ্রামে নীতু তাঁর পোস্টে লিখেছিলেন, "আমাদের গল্পের সমাপ্তি ৷"

আরও পড়ুন:Salman-Akshay-Ajay : সলমন-অক্ষয়-অজয়-সহ 39 তারকার বিরুদ্ধে এফআইআর, কেন?

ABOUT THE AUTHOR

...view details