পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

SA RE GA MA PA Finale: 'সা রে গা মা পা'-র ফাইনালে মঞ্চ কাঁপালেন দুই বঙ্গকন্যা - neelanjana and rajashri stunt all in sa re ga ma pa finale

রবিবার 'সা রে গা মা পা'-র ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করলেন দুই বাঙালি কন্য়া ৷ বিজয়ীর ট্রফি হাতে শেষ হাসি হাসলেন নীলাঞ্জনা রায় ( Neelanjana Ray Wins SA RE GA MA PA Finale)৷ দ্বিতীয় স্থান দখল করলেন হুগলির রাজশ্রী বাগ ৷ অন্যদিকে তৃতীয় স্থান পেলেন শরৎ শর্মা ৷

SA RE GA MA PA Finale
'সা রে গা মা পা'-র ফাইনালে মঞ্চ কাঁপালেন দুই বঙ্গকন্যা

By

Published : Mar 7, 2022, 12:17 PM IST

নয়া দিল্লি, 7 মার্চ : রবিবার 'সা রে গা মা পা'-র ফাইনালে সারা দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে মঞ্চ কাঁপালেন দুই বাঙালি কন্যা ৷ একদিকে যেমন 20 সপ্তাহব্য়াপি চলা এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ীর ট্রফি হাতে তুললেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় (Neelanjana Ray Wins SA RE GA MA PA Finale), তেমনই দ্বিতীয় স্থান দখল করলেন হুগলির রাজশ্রী বাগ ৷ একটুর জন্য রাজশ্রী বিজয়ী ট্রফি হাতছাড়া করেন ঠিকই, তবে দ্বিতীয় স্থান অর্জন করে তিনিও জিতে নেন তিন লক্ষ টাকা ৷ অন্যদিকে তৃতীয় স্থান দখল করেন শরৎ শর্মা ৷

এবারের মরশুমে 'সা রে গা মা পা'-য় বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন মোট ছজন, কিঞ্জল চট্টোপাধ্যায়, স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী , দীপায়ন বন্দোপাধ্য়ায়, নীলাঞ্জনা রায় এবং রাজশ্রী বাগ ৷ কিঞ্জল, দীপায়ন ছাড়া সকলেই পৌঁছেছিলেন ফাইনালে ৷ তবে শেষ হাসি হাসলেন 19 বছরের নীলাঞ্জনাই ৷ ট্রফি, গাড়ি-সহ জিতে নিলেন পাঁচ লক্ষ টাকা ৷ বিচারক বিশাল দাদলানি, শঙ্কর মহাদেবন এবং হিমেশ রেশামিয়ার মতো পোড়খাওয়া সঙ্গীত শিল্পীদের দৃষ্টি আগেই আকর্ষণ করেছিলেন নীলাঞ্জনা এবার ফাইনালেও তার ব্যতিক্রম হল না ৷

আরও পড়ুন: বুঢঢা হোগা তেরা বাপ ! 67 তম জন্মদিনে চমকে দিলেন অনুপম

বিজয়ী ট্রফি হাতে নিয়ে ইতিমধ্য়েই ইনস্টাগ্রামে নিজের অনুভূতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তরুণী গায়িকা ৷ নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আপনাদের প্রার্থনা এবং সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না । এই যাত্রাটিকে এত সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই! আমার সমস্ত শ্রোতা, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সমালোচক, আমার গুরু, আমার বাবা-মা এবং পরিবারকে ধন্যবাদ । ধন্যবাদ আমাদের দলকে যাদের ছাড়া এই যাত্রা সম্ভব নয়। আমার পরিবার ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details