কলকাতা : 4 ফেব্রুয়ারি নীল ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তৃণা সাহা । তার আগে এখন জমিয়ে আইবুড়ো ভাত খেতে ব্যস্ত এই তারকা জুটি । সম্প্রতি তাঁদের আইবুড়ো ভাত খাওয়ান অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ।
গতকাল আইবুড়ো ভাত খেতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার নতুন বাড়িতে হাজির হয়েছিলেন নীল ও তৃণা । সেখানেই তাঁদের আইবুড়ো ভাতের জন্য এলাহী আয়োজন করেছিলেন অন্য প্রেমিক যুগল অঙ্কুশ ও ঐন্দ্রিলা ।
ভাত, মাংস, মাছ, চিংড়ি থেকে শুরু করে মিষ্টি দই ও ব্রাউনির আয়োজন করা হয়েছিল । ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি পোস্ট করেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দু'জনেই । একসঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চলেছেন নীল ও তৃণা । আর তার জন্য হবু দম্পতিকে শুভেচ্ছা জানান তাঁরা ।