কলকাতা, 3 অক্টোবর:প্রমোদতরীর মাদক পার্টি (Drugs Party) থেকে হাতেনাতে ধরা পড়েছেন আরিয়ান খান (Aryan Khan)৷ তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেফতার করেছে এনসিবি (NCB) ৷ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই খবর ৷ আর নেট নাগরিকদের ট্রোলের শিকার হতে হয়েছে আরিয়ানকে ৷ তাঁর জন্য মুহূর্তে নায়ক থেকে খলনায়ক হতে হয়েছে তাঁর বাবা শাহরুখ খানকে (Shah Rukh Khan) ৷
পিতা-পুত্রকে একহাত নিতে গিয়ে নেট নাগরিকরা টেনে এনেছেন পুরনো প্রসঙ্গও ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু করে গত বছর ফিল্ম ইন্ড্রাস্ট্রির বিরুদ্ধে কুৎসা প্রসঙ্গে রাজ্যসভায় জয়া বচ্চনের (Jaya Bachchan) মন্তব্য, সবকিছু নিয়েই বলিউডকে তুলোধোনা করেছেন মানুষজন ৷
অনেকে আবার অভিযোগ করেছেন, বলিউডের বহু তারকা পুরস্কার কিনে নেন ৷ স্টার কিডদের গ্ল্যামারাস লাইফস্টাইলের বদলে অলিম্পিকসে সোনাজয়ী নীরজ চোপড়াদের থেকে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা নিতে বলেছেন অনেকে ৷
আরও পড়ুন:Aryan Khan : মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান
আরিয়ান আটক হওয়ার পর তাঁর সঙ্গে সেলফি তোলেন এক এনসিবি আধিকারিক ৷ তাঁকেও নেটিজেনের রোষের মুখে পড়তে হয়েছে ৷ এনসিবির অফিসে আরিয়ান খানের হতভম্ভ হয়ে বসে থাকার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখে কটাক্ষ করে নেট নাগরিকরা লিখেছেন, স্টার কিড পরের অলিম্পিকসে 100 মিটার দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন ৷
আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
দীর্ঘক্ষণ জেরা করার পর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan) গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)৷ শনিবার মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করে এনসিবি ৷ ধৃতদের মধ্যে ছিলেন আরিয়ানও ৷ গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, এনডিপিএস-এর 27 নং ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে ৷ তাঁর হয়ে মামলা লড়বেন সতীশ মানশিণ্ডে ৷
আরও পড়ুন:Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে