পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র - অনন্যা পাণ্ডের খবর

আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) আজ ফের এনসিবি (NCB) অফিসে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ আজও তিনি চাঙ্কি পাণ্ডের সঙ্গে সেখানে যান ৷ গতকাল অনন্যাকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি ৷

Aryan Khan drug case: Ananya Panday went to NCB office with his father
আরিয়ান খান মাদক মামলা: আজও বাবার সঙ্গে এনসিবি অফিসে অনন্যা

By

Published : Oct 22, 2021, 4:15 PM IST

Updated : Oct 22, 2021, 5:06 PM IST

মুম্বই, 22 অক্টোবর:আরিয়ান খান মাদক মামলায় (Aryan Khan Drug Case) আজ আবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ আজও তিনি তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবি অফিসে যান ৷ গতকালই তাঁকে সমন পাঠিয়েছিল এনসিবি (NCB) ৷ সেই মতো এনসিবি অফিসে হাজিরা দিলে, তাঁকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর আবারও আজ তাঁকে বেলা 11টা নাগাদ হাজিরা দিতে বলেছিল এনসিবি ৷ তবে তার কিছুটা পরে দুপুর 2.20-তে এনসিবি অফিসে পৌঁছন অনন্যা পাণ্ডে ৷

জানা গিয়েছে, গতকাল প্রশ্নের ধারা যেখানে শেষ হয়েছিল, আজ সেখান থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করবেন এনসিবি আধিকারিকরা ৷ অনন্যা কি মাদক কিনতেন ? তিনি কি মাদক সেবন করতেন ? তিনি আরিয়ান খানকে মাদক সরবরাহ করতে সাহায্য করেছিলেন ? অনন্যাকে এমনই নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে ৷ আরিয়ানের সঙ্গে অনন্যার হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিনেত্রীকে ৷ সংবাদমাধ্যমে খবর রটেছে যে, তিনি শাহরুখ খানের পুত্রকে গাঁজা বানিয়ে দিতেন বলে নাকি এনসিবি-র কাছে স্বীকার করে নিয়েছেন ৷ তবে সেই খবরকে উড়িয়ে দিয়েছেন স্বয়ং অভিনেত্রী ৷

আরিয়ান খান মাদক মামলা: আজও বাবার সঙ্গে এনসিবি অফিসে অনন্যা

আরও পড়ুন:Ananya Panday : অনন্যাকে 2 ঘণ্টা জেরা এনসিবি-র, কাল ফের তলব

সংবাদমাধ্যমে খবর ঘোরাফেরা করছে যে, মাদক মামলায় বলিউডের আরও সেলিব্রিটির উপর নজর পড়েছে এনসিবি-র ৷ তাঁদেরও খুব শিগগিরই সমন পাঠানো হতে পারে বলে খবর রটেছে ৷ তবে একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই খবরের সত্যতা স্বীকার করেননি এনসিবি-র আধিকারিকরা ৷ তাঁদের দাবি, মাদক পাচারকারীদের ধরাই তাঁদের মূল উদ্দেশ্য ৷ আরিয়ান খানের মামলার তদন্তে অনন্যা পাণ্ডের নাম উঠে এসেছে বলেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:Aryan Khan drug case: শাহরুখের মন্নতে এনসিবি, সমন অনন্যা পাণ্ডেকে

এনসিবি-র একটি দল বৃহস্পতিবার সকালে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় ৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর অনন্যাকে সমন পাঠানো হয় ৷ আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ান খানের জামিনের শুনানির আগে বিশেষ এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷ অনন্যার বাড়ি থেকে গতকাল বেশকিছু জিনিসও বাজেয়াপ্ত করে এনসিবি ৷ তাঁর ল্যাপটপ ও ফোনও বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন:Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

এ দিকে, আজ আদালতে জামিনের আবেদন করার কথা আরবাজ মার্চেন্টের ৷

আরও পড়ুন:Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

Last Updated : Oct 22, 2021, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details