মুম্বই, 3 অক্টোবর : বিলাসবহুল ক্রুজে হানা দিয়ে এক বলিউড সুপারস্টারের ছেলেকে আটক করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ৷ জানা গিয়েছে, ওই ক্রুজ থেকে কোকেন, হাসিস, এমডি'র মতো একাধিক মাদক বাজেয়াপ্ত করেছেন এনসিবি'র আধিকারিকরা ৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, যাত্রী পরিচয় দিয়ে গোয়াগামী 'দ্য এমপ্রেস' নামে ওই ক্রুজে হানা দেন এনসিবি'র তদন্তকারীরা ৷ মুম্বই থেকে যাত্রা শুরু করার পর মাঝ সমুদ্রে ওই ক্রজে শুরু হয় মাদক পার্টি ৷ যাদের আটক করা হয়েছে রবিবারই তাদের মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে বলে এনসিবি সূত্রে খবর ৷ সংবাদমাধ্যমকে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ তিনি জানিয়েছেন, তদন্ত চলছে ৷ যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ প্রায় 8-10 জনকে আটক করা হলেও কারও নাম তিনি বলতে চাননি ৷