কলকাতা : 15 জুলাই থেকে 20 জুলাই জার্মানির স্টুটগার্টে ডিজিটাল পদ্ধতিতে পালিত হবে সেখানকার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল । সেখানেই মনোনীত হয়েছে শৈবাল মিত্র পরিচালিত বাংলা ছবি 'আ হোলি কন্সপিরেসি'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ । এছাড়াও রয়েছেন, অমৃতা চ্যাটার্জি, কৌশিক সেন, বিপ্লব দাশগুপ্তর মতো অভিনেতারাও ।
দীর্ঘ 17 বছর ধরে জার্মানির স্টুটগার্টে পালিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব । এবার কোরোনার কারণে ফিজ়িকালের পরবর্তে ডিজিটালে এই উৎসব করছেন উদ্যোক্তারা । ফেস্টিভালের ওয়েব সাইটে গিয়েই এই ছবিটি দেখতে পারবেন সেখানকার বাসিন্দারা ।
এ প্রসঙ্গে শৈবাল বলেন, "এখন স্টুটগার্টে এই ফেস্টিভাল চলছে । পুরোটাই অনলাইন ফেস্টিভাল । যদিও এখান থেকে আমরা কিছুই দেখতে পারছি না । আমি ফেস্টিভাল উদ্যোক্তাদের কাউকে চিনতামও না । ওখান থেকেই ওরাই আমার সঙ্গে যোগাযোগ করে । আমি তাই ছবিটা ওদের ফেস্টিভালের জন্য দিলাম ।"