কৃষ্ণনগর, 19 ফেব্রুয়ারি : নিজের মনের ব্য়থা-বেদনা, ভালবাসা সমস্তটাই নিজের শিল্পের মধ্য়ে দিয়ে প্রকাশ একজন শিল্পী ৷ কেউ সুর দিয়ে নিজের মনের কথা পৌঁছে দেন নিজের মনের কথা, কেউ তুলে নেন কলম, কারও হাতে থাকে রং-তুলি, কেউবা আবার মাটিকেই মাধ্য়ম বানিয়ে গড়ে তোলেন মূর্তি ৷ মাত্র দশদিনের ব্য়বধানে তিন কিংবদন্তি শিল্পীকে হারিয়ে মর্মাহত সঙ্গীত জগত ৷ একদিকে যেমন সঙ্গীতপ্রেমীদের কাঁদিয়ে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর, তেমনই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্য়া মুখোপাধ্য়ায় এবং ডিস্কো রাজা বাপ্পি লাহিড়ী ৷ এই তিন কিংবদন্তি শিল্পীকে নিজের মত সম্মান জানাতে চেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী তথা ভাস্কর সুবীর পাল (Subir Pal makes statue of Sandhya Mukherjee and Bappi Lahiri) ।
সত্তর, আশি অথবা নব্বই দশকে সারা দেশকে মাতিয়ে রাখা এই শিল্পীদের তাঁদের আবক্ষ মৃৎ প্রতিমা নির্মাণ করলেন সুবীর । তিনি বলেন, "আমি ছোটবেলা থেকেই এঁদের গান শুনে বড় হয়েছি । নিজের শিল্পীসত্ত্বার মধ্যে দিয়ে যদি তাঁদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশ্যেই তাঁদের আবক্ষ মূর্তি তৈরি করা ।" লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় তাঁর একবার দেখা হয়েছিল বলেও জানান শিল্পী ৷ সেসময় সামনে থেকে নিজের তাঁকে কাজ দেখানোর এবং আশীর্বাদ পাওয়ারও সুযোগ পেয়েছিলেন সুবীর ৷