কলকাতা : কোরোনার প্রকোপে চাপা পড়েছে সবকিছু । রোজকার ধর্মীয় দ্বন্দ্ব, হিংসা মারামারি, ক্ষমতা দখলের লড়াই, এইসব ম্লান হয়েছে মৃত্যুভয়ে । সবাই বাড়ির দরজা এঁটেছে । বাইরে যাওয়ার পথ বন্ধ করে একটু গভীরে নিজেকে খুঁজছে সবাই । এই সময়টা মিথ্যে নয় । তাই কোরোনার অবসান চাইলেও, এই সময়টাকে ধরে রাখতে চান নচিকেতা চক্রবর্তী । তাঁর লেখা কবিতায় এই কথাই প্রকাশ পেল ।
নচিকেতার ধারালো লেখায় ফুটে উঠেছে আশার কথা । "কোরোনা নামের মহামারী, তুমি যাও তুমি যাও..একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও ।" এই শব্দেই শুরু হয়েছে নচিকেতার লেখা । এই ভয় যে কত কিছুকে জয় করতে পারে, পরতে পরতে সেই সন্ধানই দিয়েছেন গায়ক-গীতিকার-সুরকার নচিকেতা ।