পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কোরোনা তুমি যাও, শুধু ভয়টাকে রেখে যাও" - Nachiketa Chakrabarty on Corona Virus

..কবিতা লিখলেন নচিকেতা চক্রবর্তী ।

Nachiketa Chakrabarty on Corona Virus
Nachiketa Chakrabarty on Corona Virus

By

Published : Mar 24, 2020, 11:28 AM IST

কলকাতা : কোরোনার প্রকোপে চাপা পড়েছে সবকিছু । রোজকার ধর্মীয় দ্বন্দ্ব, হিংসা মারামারি, ক্ষমতা দখলের লড়াই, এইসব ম্লান হয়েছে মৃত্যুভয়ে । সবাই বাড়ির দরজা এঁটেছে । বাইরে যাওয়ার পথ বন্ধ করে একটু গভীরে নিজেকে খুঁজছে সবাই । এই সময়টা মিথ্যে নয় । তাই কোরোনার অবসান চাইলেও, এই সময়টাকে ধরে রাখতে চান নচিকেতা চক্রবর্তী । তাঁর লেখা কবিতায় এই কথাই প্রকাশ পেল ।

নচিকেতার ধারালো লেখায় ফুটে উঠেছে আশার কথা । "কোরোনা নামের মহামারী, তুমি যাও তুমি যাও..একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও ।" এই শব্দেই শুরু হয়েছে নচিকেতার লেখা । এই ভয় যে কত কিছুকে জয় করতে পারে, পরতে পরতে সেই সন্ধানই দিয়েছেন গায়ক-গীতিকার-সুরকার নচিকেতা ।

"কারো মুখই যাচ্ছে না দেখা, আল্লাহ অথবা রাম..সবার মুখই মাস্কে ঢাকা, সবার কপালে ঘাম ।" ধর্মীয় ভেদাভেদের উর্ধ্বে গিয়ে ভাবতে শিখিয়েছে এই কোয়রেন্টাইন, খুশি নচিকেতা । তাঁর প্রশ্ন, "হাতে নাগরিকপঞ্জীর খাতা, কাগজে চায় প্রমাণ..এখন তারা কোথায় ? দিতে পারে সন্ধান ?"

সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো আসতেই ভাইরাল । যে নচিকেতার USP গানের চাঁচাছোলা লিরিক, তাঁর কাছ থেকে এরকমই কিছু একটা প্রত্যাশা করেছিল যেন অনুরাগীরা । নিচে লেখা অসংখ্য মন্তব্য তো সেই প্রমাণই দিচ্ছে ।

শুনে নিন নচিকেতার লেখা সেই কবিতা...

ABOUT THE AUTHOR

...view details