কলকাতা: পরিচালক শৈবাল ব্যানার্জির নতুন ছবি 'দেবতার গ্রাস'-এর শুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চ্যাটার্জি ও নাসিরুদ্দিন শাহ। আর সেই কারণেই নাসিরুদ্দিন শাহকে দেখা গেল আদালত চত্বরে। চলছিল ছবির শুটিং।
সিউড়ি আদালত চত্বরে কেন নাসিরুদ্দিন? - bengali film
ছুটির দিন হলেও আজ সকালবেলা সিউড়ি আদালত চত্বরে দেখা গেল মানুষের ঢল নেমেছে। পুলিশ পুরো এরিয়া কর্ডন করে রেখেছে, ভিতরে ঢোকার কোনও ফাঁকফোকর নেই। কিন্তু হঠাৎ রবিবারের সকালে কী এমন ঘটল যে এত জনসমাগম আদালত চত্বরে? না না, কোনও গুরুত্বপূর্ণ আসামির বিচার নয়। এদিন আদালত চত্বরে দেখা গেল নাসিরুদ্দিন শাহকে।
নাসিরুদ্দিন শাহ
সিউড়ি আদালত চত্বরে নাসিরুদ্দিন শাহ ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজ শেষ করলেন। তাঁকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দী করলেন পরিচালক শৈবাল। দেখুন ভিডিয়োতে...
Last Updated : May 26, 2019, 3:27 PM IST