পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিউড়ি আদালত চত্বরে কেন নাসিরুদ্দিন? - bengali film

ছুটির দিন হলেও আজ সকালবেলা সিউড়ি আদালত চত্বরে দেখা গেল মানুষের ঢল নেমেছে। পুলিশ পুরো এরিয়া কর্ডন করে রেখেছে, ভিতরে ঢোকার কোনও ফাঁকফোকর নেই। কিন্তু হঠাৎ রবিবারের সকালে কী এমন ঘটল যে এত জনসমাগম আদালত চত্বরে? না না, কোনও গুরুত্বপূর্ণ আসামির বিচার নয়। এদিন আদালত চত্বরে দেখা গেল নাসিরুদ্দিন শাহকে।

নাসিরুদ্দিন শাহ

By

Published : May 26, 2019, 3:20 PM IST

Updated : May 26, 2019, 3:27 PM IST


কলকাতা: পরিচালক শৈবাল ব্যানার্জির নতুন ছবি 'দেবতার গ্রাস'-এর শুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চ্যাটার্জি ও নাসিরুদ্দিন শাহ। আর সেই কারণেই নাসিরুদ্দিন শাহকে দেখা গেল আদালত চত্বরে। চলছিল ছবির শুটিং।

শট বুঝে নিচ্ছেন নাসিরুদ্দিন
'দেবতার গ্রাস' ছবিতে নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে দুই দুঁদে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁরা দু'জনেই একে অপরের বিরুদ্ধে বিচারকের সামনে যুক্তির জাল বুনবেন।

সিউড়ি আদালত চত্বরে নাসিরুদ্দিন শাহ ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজ শেষ করলেন। তাঁকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দী করলেন পরিচালক শৈবাল। দেখুন ভিডিয়োতে...

শুটিংয়ের সেই মুহূর্তে...
Last Updated : May 26, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details