কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ ও শুভশ্রীর । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । আর মাঝে মধ্যেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রেখে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এই তারকা দম্পতি । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের নতুন ছবি পোস্ট করেন রাজ ।
ছবিতে ছেলের পায়ের কাছে মুখ নিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে রাজকে । ছেলের আলতো পায়ের ছোঁয়া উপভোগ করছেন তিনি । যদিও এই ছবিতে ইউভানের মুখ দেখা যায়নি ।
এই ছবির ক্যাপশনে কিছুই লেখেননি রাজ । শুধুমাত্র একটা হার্ট ইমোজি দিয়েছেন । অবশ্য এই ছবির ক্যাপশন আর কী বা হতে পারে । এক কথায় মন ভালো করা ছবি । ইনস্টাগ্রাম স্টোরিতেও ওই একই ছবি পোস্ট করেন পরিচালক । যদিও সাদা-কালোতে সেই ছবি পোস্ট করেন তিনি ।