পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনা আক্রান্ত হওয়ার আগে কুম্ভমেলায় গিয়েছিলেন শ্রবণ

প্রয়াত সুরকারের পুত্র সঙ্গীত শিল্পী সঞ্জীব রাঠোরও করোনায় আক্রান্ত ৷ তিনি একটি ওয়েবলয়েডে জানিয়েছেন, তাঁর বাবা এবং মা কিছুদিন আগে হরিদ্বারে কুম্ভমেলায় গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরেই করোনায় আক্রান্ত হন শ্রবণ কুমার ৷

শ্রবন কুমার রাঠোর
শ্রবন কুমার রাঠোর

By

Published : Apr 24, 2021, 8:48 AM IST

হায়দরাবাদ, 24 এপ্রিল :বৃপস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুরকার জুটি নদিম-শ্রবণ এর শ্রবণ কুমার রাঠোরের ৷ জানা গিয়েছে, কিছুদিন আগে তিনি কুম্ভমেলাতে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পর করোনায় সংক্রমিত হন তিনি ৷

প্রয়াত সুরকারের পুত্র সঙ্গীত শিল্পী সঞ্জীব রাঠোরও করোনায় আক্রান্ত ৷ তিনি একটি ওয়েবলয়েডে জানিয়েছেন তাঁর বাবা এবং মা কিছুদিন আগে হরিদ্বারে কুম্ভমেলায় গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরেই করোনায় আক্রান্ত হন শ্রবণ কুমার ৷

সঞ্জীব রাঠোর বলেন, " আমরা কোনওদিন ভাবতেও পারিনি এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ৷ আমার বাবা প্রয়াত, সেই সঙ্গে আমি এবং আমার মাও করোনা আক্রান্ত ৷ আমার ভাইও কোভিড পজিটিভ এবং সে হোম আইসোলেশনে আছে ৷ কিন্তু যেদিন থেকে আমার বাবার মৃত্যু হয়েছে সেইদিন থেকে ভাই বাবার শেষকৃত্যের সব রকম রীতি পালন করছে ৷"

আরও পড়ুন :প্রয়াত নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ রাঠোর

ABOUT THE AUTHOR

...view details