মুক্তির পরপরই ট্রেন্ডিং 'নীল দিগন্তে' - টলিউড
৫ জুলাই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'গোত্র'-র প্রথম গান 'নীল দিগন্তে'। আর মুক্তির পরপরই সেটি ট্রেন্ডিং হয়ে যায় ওয়েব প্ল্যাটফর্মে। এতেই বোঝা যাচ্ছে, মানুষের দারুণ পছন্দ হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কম্পোজ়িশন ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান।
![মুক্তির পরপরই ট্রেন্ডিং 'নীল দিগন্তে'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3765868-658-3765868-1562417351569.jpg)
কলকাতা : নন্দিতা-শিবুর আগামী ছবি 'গোত্র'-তে অভিনয় করছেন নাইজেল আকারা ও মানালী দে। সে কথা আগেই জানা গেছিল। তবে ছবিতে যে তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, সেটা আন্দাজ করা যায়নি। 'নীল দিগন্তে' গানটি মূলত তাঁদের প্রেমের সম্পর্ককেই তুলে ধরার একটা প্রচেষ্টা। রবিঠাকুরের গানের কথা ও সুরের সঙ্গে নতুন কিছু কথা ও সুর মিশিয়ে এক অনবদ্য মিশেল তৈরি করেছেন সংগীত পরিচালক অনিন্দ্য চ্য়াটার্জি।
মানুষের এই প্রতিক্রিয়ায় অনিন্দ্য বললেন, "গানটা তো মূলত রবীন্দ্রনাথের লেখা। নীল দিগন্তে গানটি থেকে মুখরা নেওয়া। বাকি গানের পরিকাঠামো আমি নিজে তৈরি করেছি। নীল দিগন্তর সঙ্গে মিশিয়েছি। বুঝতে পারছি যে মানুষের ভালো লাগছে। রিঅ্যাকশন পাচ্ছি। লোকে দেখছেও। মানুষ সত্যি সত্যি গানটাকে পছন্দ করেছে দেখে খুব ভালো লাগছে। এটা আমার কাছে খুব ভালোলাগার ব্যাপার। আর শ্রেয়া গানটা ভীষণ সুন্দর গেয়েছে। সেটা এতটাই ভালোভাবে গেয়েছে যে, গানটা একটা অন্য মাত্রায় চলে গিয়েছে।"