কলকাতা : রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' যেন পেরিয়ে এসেছে কয়েক দশক। যেন জীবনের শেষপ্রান্তে এসে আবার দেখা হয়েছে অমিত-লাবণ্যের। কী প্রতিক্রিয়া হবে তাদের? কল্পনার এই সুতো ধরেই এগোবে জিতের গল্প। অমিতের চরিত্রে রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি ও লাবণ্যের চরিত্রে মমতা শংকর।
'শেষের গল্প' কি পরিণতির কথা বলবে? সামনে এল পোস্টার
রবীন্দ্রনাথের 'শেষের কবিতা'-এ শেষ হয় অমিত লাবণ্যর বিচ্ছেদের মধ্যে দিয়ে। তারপর অনেকেই কল্পনা করার চেষ্টা করেছেন অমিত-লাবণ্যের পরবর্তী জীবনের কথা। নবাগত পরিচালক জিৎ চক্রবর্তী নিজের কল্পনাকে সিনেমার রূপ দিলেন। তৈরি করলেন 'শেষের গল্প'। মুক্তি পেল ছবিটির প্রথম পোস্টার।
ETV ভারত সিতারার সঙ্গে সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন যে, "সৌমিত্র চ্যাটার্জি অমিতের চরিত্রে অভিনয় না করলে হয়তো আমার ছবিটা করা হত না। আমার কাছে আর কোনও অপশন ছিল না। আর মমদির (মমকা শংকর) মধ্যে আমি একেবারে আমার লাবণ্যকে দেখতে পেয়েছি।" ছবিতে অন্যান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পল্লবী চ্যাটার্জি, কল্যাণ চ্যাটার্জি, খরাজ মুখার্জি প্রমুখ।
'শেষের গল্প'-র প্রথম পোস্টারে সৌমিত্র আর মমতার লুক নজর কেড়েছে সবার। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারা দু'জনে এসে দাঁড়িয়েছেন জীবনের প্রান্তে। দেখে নিন পোস্টার...