পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আবুল বাশারের কাহিনি সেলুলয়েডে, মুক্তি পেল 'সিতারা' - M. Nasar

আশিষ রায় পরিচালিত নতুন বাংলা ছবি 'সিতারা'। আবুল বাশারের 'ভোরের প্রসূতি' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। গতকাল দক্ষিণ কলকাতার বিজলী সিনেমা হলে হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা, সঙ্গে ছিল ETV ভারত সিতারাও।

সিতারা

By

Published : Jul 20, 2019, 2:44 PM IST

কলকাতা : এক বাংলাদেশি গৃহবধূ অনৈতিক ভাবে বর্ডার পেরিয়ে ভারতে আসে। জড়িয়ে পড়ে দেহব্যবসায়। তবে এক গৃহবধূর কেন এই পরিণতি? সেটা জানতে হলে দেখতে হবে 'সিতারা'।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এম.নাসার, রাইমা সেন, সুব্রত দত্ত প্রমুখ, মেঘনা নাইডু। আপাতত বাংলা মুক্তি পেলেও পরে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।

দেখে নিন প্রিমিয়ারের দৃশ্য...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details