কলকাতা : নারী দিবসের দিন মুক্তি পেয়েছিল নারীকেন্দ্রিক ছবি 'মুখার্জিদার বউ'। পৃথা চক্রবর্তী পরিচালিত এবং উইন্ডোজ় প্রোডাকশন হাউস প্রযোজিত এই ছবি দর্শকের মন ছুঁয়েছে। তাই ছবিটি এবার ওড়িয়া ভাষায় তৈরি করার কথা ভাবছেন ছবির অন্য প্রযোজক অক্ষয় কুমার পারিজা।
অ্যাকাডেমিক এক্সকার্শনের অংশ 'মুখার্জিদার বউ', রিমেক হবে ওড়িয়ায় - tollywood
ছবিটিকে অ্যাকাডেমিক এক্সকার্শনের একটি অংশ মনে করেছেন মহিষাদল কলেজের অধ্যক্ষ। তাই ছাত্রছাত্রীদের নন্দনে নিয়ে এসেছিলেন ছবিটি দেখাতে।
টিম মুখার্জিদার বউ-এর সঙ্গে
এ ব্যাপারে ছবির পরিচালক পৃথা চক্রবর্তী বলেন, "বাংলার প্রচুর মানুষ মুখার্জিদার বউ দেখছেন বলেই হয়তো চার সপ্তাহের মধ্যেই সেটিকে ওড়িয়া ভাষায় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার পারিজা। ছবিটা উইকেন্ডে সবচেয়ে বেশি মানুষ দেখেছে। যেহেতু এত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই আমরা চাই, অন্য রাজ্যের মানুষ তাঁদের ভাষায় ছবিটা দেখুন। আমার অনুভূতি যদি জিজ্ঞেস করেন, বলব প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত পুরোটাই আমার কাছে স্বপ্নের মতো।"