পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অ্যাকাডেমিক এক্সকার্শনের অংশ 'মুখার্জিদার বউ', রিমেক হবে ওড়িয়ায় - tollywood

ছবিটিকে অ্যাকাডেমিক এক্সকার্শনের একটি অংশ মনে করেছেন মহিষাদল কলেজের অধ্যক্ষ। তাই ছাত্রছাত্রীদের নন্দনে নিয়ে এসেছিলেন ছবিটি দেখাতে।

টিম মুখার্জিদার বউ-এর সঙ্গে

By

Published : Apr 5, 2019, 3:35 PM IST

কলকাতা : নারী দিবসের দিন মুক্তি পেয়েছিল নারীকেন্দ্রিক ছবি 'মুখার্জিদার বউ'। পৃথা চক্রবর্তী পরিচালিত এবং উইন্ডোজ় প্রোডাকশন হাউস প্রযোজিত এই ছবি দর্শকের মন ছুঁয়েছে। তাই ছবিটি এবার ওড়িয়া ভাষায় তৈরি করার কথা ভাবছেন ছবির অন্য প্রযোজক অক্ষয় কুমার পারিজা।

এ ব্যাপারে ছবির পরিচালক পৃথা চক্রবর্তী বলেন, "বাংলার প্রচুর মানুষ মুখার্জিদার বউ দেখছেন বলেই হয়তো চার সপ্তাহের মধ্যেই সেটিকে ওড়িয়া ভাষায় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার পারিজা। ছবিটা উইকেন্ডে সবচেয়ে বেশি মানুষ দেখেছে। যেহেতু এত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই আমরা চাই, অন্য রাজ্যের মানুষ তাঁদের ভাষায় ছবিটা দেখুন। আমার অনুভূতি যদি জিজ্ঞেস করেন, বলব প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত পুরোটাই আমার কাছে স্বপ্নের মতো।"

টিম মুখার্জিদার বউ-এর সঙ্গে
এখানেই শেষ নয়। ছবির সাফল্যের মুকুটে একে একে যুক্ত হয়েছে বেশ কয়েকটি পালক। কয়েকদিন আগে একটি টিকিট বুকিংয়ের অনলাইন প্লাটফর্ম জানাল, সবকটি বাংলা ছবির মধ্যে মুখার্জিদার বউ সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এমনকী, মহিষাদল কলেজের অধ্যক্ষ এই ছবিকে মনে করেছেন ছাত্রীদের দেখার উপযুক্ত। তাই ইংরেজি বিভাগের ছাত্রীদের নিয়ে নন্দনে ছবি দেখতে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, ছবিটিকে অ্যাকাডেমিক এক্সকার্শনের একটি অংশ মনে করেছেন তিনি। ছবি শেষে কলাকুশলীরা দেখাও করেন ছাত্রীদের সঙ্গে। ছাত্রীরা তাঁদের হাতে তুলে দেন উপহার।

ABOUT THE AUTHOR

...view details