পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আগামীকাল সাত পাকে বাঁধা পড়ছেন পরিচালক পৃথা চক্রবর্তী - pritha chakraborty marriage

আগামীকাল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিচালক পৃথা চক্রবর্তী । দীর্ঘদিনের বন্ধু অম্বরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি ।

ংমন
ংমন

By

Published : Mar 10, 2020, 5:58 PM IST

কলকাতা : টলিউডে এখন বিয়ের মরশুম । কিছুদিন আগে বিয়ে সারলেন পরিচালক সৃজিত মুখার্জি । আর এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন আরও এক পরিচালক পৃথা চক্রবর্তী । 'মুখার্জিদার বউ' ছবিটি পরিচালনা করেছিলেন তিনি । আগামীকালই বাঙালি মতে বিয়ে করতে চলেছেন তিনি । কিন্তু, পাত্র কে ? ETV ভারত সিতারাকে একথা জানান পৃথা নিজেই ।

পাত্রের নাম অম্বর । একটি বেসরকারি সংস্থার মার্কেটিংয়ে চাকরি করেন তিনি । পৃথার সঙ্গে অম্বরের বন্ধুত্ব দীর্ঘদিনের । পৃথা বলেন, "আমাদের প্রেম করেই বিয়ে । আমরা বহু বছরের বন্ধু, প্রায় 6-7 বছর । বন্ধুত্ব থেকে তো একটা ভরসার জায়গা তৈরি হয় । প্রেম যদি বলা যায়, সেটা শেষ দেড় দু'বছরের । তবে আমাদের সম্পর্কের বন্ধুত্বটাই আসল । আমরা কেউ কাউকে প্রপোজ় করিনি ।"

পৃথার আইবুড়োভাত

বিয়ের প্রস্তুতি নিয়েও আমাদের সঙ্গে কথা বলেন পৃথা । বলেন, "আমি কোনও ডিজ়াইনারের তৈরি পোশাক পরছি না । একেবারে সাদামাঠা লাল বেনারসি পরে বিয়ে করছি । বাঙালি সাবেকি মেনু থাকছে বিয়েতে ।"

শুক্রবার পর্যন্ত শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন পৃথা । বিয়ের পরই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি । উইন্ডোজ়ের একটি ছবি পরিচালনা করার কথা তাঁর । তাই তৎক্ষণাৎ মধুচন্দ্রিমায় যেতে পারবেন না বলে জানালেন পৃথা । গড়িয়াতে একটি ফ্ল্যাটও কিনেছেন । তবে বিয়ের পর নরেন্দ্রপুর ও গড়িয়া দু'জায়গাতেই থাকবেন তাঁরা ।

আগামীদিনের জন্য পৃথা ও অম্বরকে ETV ভারত সিতারার তরফে অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details