কলকাতা : দশদিক সামলাতে হয় তাঁকে । সংসারের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও যথেষ্ট সচেতন তিনি । সবটুকুই একাহাতে সামলান । আর ইচ্ছে থাকলেই যে সব কিছু করা সম্ভব সেটাই আরও একবার বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা অপ্সরা গুহঠাকুরতা । ডমিনিকান রিপাবলিকে আয়োজিত "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি ।
এর আগে ২০১৮ সালে “মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ”-এর খেতাব জিতছিলেন অপ্সরা । আর এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তিনি । "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকারের পাশাপাশি “মিসেস ফোটোজেনিক ফেস’ এবং “মিসেস ই-ভোট”-এর খেতাবও পেয়েছেন ।