নয়াদিল্লি, 13 মে: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ ৷ তাঁর সরকারের ঢাল হিসেবে সবসময় গলা চড়িয়ে এসেছেন ৷ এ বার সেই অনুপম খেরের গলায় শোনা গেল উল্টো সুর ৷ তাঁর মতে, কোভিড সংকটের সময়ে কিছুক্ষেত্রে নিজেদের কাজ ঠিকমতো করতে পারেনি কেন্দ্র ৷
একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রবীণ অভিনেতা বলেছেন, "কিছুক্ষেত্রে তারা নিজেদের কাজ ঠিকমতো করা থেকে পিছলে গিয়েছে...এ বার এটা তাদের বোঝার সময় হয়েছে এবং শুধুমাত্র ভাবমূর্তি তৈরি করার থেকেও এখন অনের বেশি জরুরি মানুষের প্রাণ বাঁচানো ৷"
সরকার কি কোভিড ত্রাণের থেকেও ভাবমূর্তি তৈরি করায় বেশি মনোযোগী হয়েছে ? এই প্রশ্নের জবাবে অনুপম খের বলেন, "আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এই সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে ৷ এই দেশের মানুষই সরকারকে নির্বাচন করেছে ৷ কাজেই তাদের এই অবস্থায় মানু৷ষের জন্য কিছু করা উচিত ৷ যে ব্যক্তির উপর এই সব ঘটনার প্রভাব পড়বে না, তিনি অমানবিক ৷ দেহ ভাসছে...তবে একে নিজেদের স্বার্থসিদ্ধিতে কাজে লাগানোও কোনও রাজনৈতিক দলের ঠিক না ৷"
আরও পড়ুন:কলকাতা পৌরনিগমের সব স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ়
কোভিড নিয়ে সরকারের উদ্যোগকে কটাক্ষ করায় এক সমালোচককে জবাব দিয়ে সপ্তাহ দুয়েক আগেই ট্রোলড হয়েছিলেন প্রবীণ অভিনেতা ৷ তিনি টুইটে লিখেছিলেন, "আয়েগা তো মোদি হি ৷"