কলকাতা : চড়া মেকআপ নেই, নেই পোশাকের জাঁকজমক। তথাকথিত কমার্শিয়াল ছবির নায়িকা কোয়েল একেবারে অন্যরূপে 'মিতিনমাসি' ছবিতে। সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তার মিশেলে যেন সত্যিই মিতিনমাসি হয়ে উঠলেন চুলবুলে কোয়েল।
অরিন্দম শীলের পরিচালনায় এর আগে শবর বা ব্যোমকেশের মতো গোয়েন্দা চরিত্র উপহার পেয়েছে দর্শক। প্রশংসিত হয়েছে তাঁর পরিচালনা। আর এবার একদিকে সুচিত্রা ভট্টাচার্যের জমাটি কাহিনি অন্যদিকে অরিন্দমের পরিচালনা - দুয়ে মিলে অনেকটাই প্রত্যাশা রয়েছে 'মিতিনমাসি' নিয়ে।