পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মিতিন মাসি' প্রিমিয়ার যেন তারকা মহল

প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের 'হাতে মাত্র তিনটে দিন' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'মিতিন মাসি' ছবি ।

ছবি

By

Published : Oct 2, 2019, 7:41 PM IST

Updated : Oct 2, 2019, 7:55 PM IST

কলকাতা : মুক্তি পেল 'মিতিন মাসি'। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল শপিং মলের মাল্টিপ্লেক্সে হয়ে গেছে ছবির প্রিমিয়ার শো ।

ছিলেন কোয়েল মল্লিক, অরিন্দম শীল, জুন মালিয়া, রিয়া বণিক, শুভ্রজিৎ দত্ত, প্রমুখ। ছবি দেখতে এসেছিলেন আবীর চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, উজান গাঙ্গুলি, মমতা শংকরের মতো তারকারা । ছবি দেখতে এসেছিল কলকাতার পার্সি কমিউনিটির অনেকেই । কারণ এই ছবিতে ওই কমিউনিটিকেও তুলে ধরা হয়েছে ।

প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের 'হাতে মাত্র তিনটে দিন' গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি । বিভিন্ন রূপে দেখা গেছে কোয়েলকে বা বলা যেতে পারে মিতিন মাসিকে । যে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়, আবার প্রয়োজনে মারপিটও করে । গাড়ি নিয়ে গুন্ডাদের তাড়া করতেও দেখা গেছে তাকে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 2, 2019, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details