কলকাতা : অরিন্দম শীলের থ্রিলার ছবিতে বিক্রম ঘোষের অসাধারণ মিউজ়িক একটা আলাদা চরিত্র হয়ে ওঠে যেন। চোখ বন্ধ করে থাকলেও বুঝতে পারা যায় কী ধরনের সিকুয়েন্স চলছে ছবিতে। এবারও তার ব্যতিক্রম হল না।
মুক্তি পেল 'মিতিন মাসি'-র নতুন গান - কোয়েল মল্লিক
'মিতিন মাসি'-র ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। আর সেই রেশ কাটতে না কাটতে নতুন গান উপহার দিলেন পরিচালক অরিন্দম শীল, নাম 'বরসত সাওয়ান'।
Mitin Masi Song
'বরসত সাওয়ান' গানটি গেয়েছেন রশিদ খান। গানটির কথা লিখেছেন রাজীব পাণ্ডে। গানটির মধ্যে দিয়ে রহস্যের আঁচ পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে ক্রাইমের গতিময়তা ও একটা আলোছায়ার পরিবেশ।
শুনে নিন গানটি...