কলকাতা : এবার কিস্তিমাত করতে কেরালায় চললেন 'মিতিন মাসি'। সামনে বছর পুজোর সময়ই মুক্তি পাবে তাঁর কিস্তিমাত করার কাহিনি ।
এবছর দুর্গা পুজোয় মুক্তি পেয়েছে 'মিতিন মাসি' ছবিটি । মিতিনের ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক । বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে এই ছবি । আর এবার আসছে ছবির সিকুয়েল । সুচিত্রা ভট্টাচার্যর "কেরালায় কিস্তিমাত"-এর গল্প অবলম্বনে তৈরি হবে নতুন ছবি । এই ছবির কাস্টও মোটামুটি একই থাকবে বলে জানা গেছে । ছবির গানের দায়িত্বে থাকবেন বিক্রম ঘোষ । সব ঠিক থাকলে সামনে বছর পুজোতেই মুক্তি পাবে ছবিটি ।
'মিতিন মাসি' এমন একটি চরিত্র যিনি ঘরকন্যার পাশাপাশি বাইরের সব কাজ সামলায় । তুখোর বুদ্ধির জেরে অপরাধীদেরও ধরে ফেলেন তিনি । প্রথমবার সেলুলয়েডে মহিলা ডিটেকটিভকে তুলে ধরেছিলেন পরিচালক অরিন্দম শীল । দর্শকের কাছে যথেষ্ট খ্যাতি কুড়িয়েছিল ছবিটি । আর সেই কথা মাথায় রেখেই এবার পরবর্তী ছবি তৈরির কথা চিন্তা করছেন তিনি ।
ছবির প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, "অনেক দিন ধরেই মিতিন মাসি চরিত্রটি নিয়ে ছবি তৈরির করার কথা চিন্তা করছিলাম । এটা শুধুমাত্রই একটা ডিটেকটিভ থ্রিলার নয় । মহিলাদের ক্ষমতাও তুলে ধরা হয়েছে ছবিতে । যে ঘর সংসারের পাশাপাশি একটা ডিটেকটিভ এজেন্সিও চালায় । এটি এমন একটা চরিত্র যার সঙ্গে মর্ডান মহিলারা নিজেদের কিছুটা হলেও রিলেট করতে পারেন ।" একই মত কোয়েল মল্লিকের । বলেন, "প্রতিটি মহিলার মধ্যেই একটা করে মিতিন মাসি রয়েছে ।"