পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমনভাবে সৃজিতের জন্মদিন পালন করলেন মিথিলা ? - srijit mukherji

21 সেপ্টেম্বর সকালেই মুম্বই গিয়েছেন সৃজিত । তাই 19 তারিখ বাড়িতেই সৃজিতের জন্য নিজের হাতে রান্না করেছিলেন মিথিলা । মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মাংস ।

asd
asd

By

Published : Sep 23, 2020, 11:11 PM IST

কলকাতা : আজ 43 বছরে পা দিলেন সৃজিত মুখার্জি । কিন্তু, তিনি এখন মুম্বইতে রয়েছেন । তাই 19 সেপ্টেম্বরই স্বামীর জন্মদিন পালন করেছেন রাফিয়াত রশিদ মিথিলা । ওইদিনই সৃজিতকে তাঁর পছন্দের সব খাবার রেঁধে খাইয়ে দিয়েছেন তিনি ।

21 সেপ্টেম্বর সকালেই মুম্বই গিয়েছেন সৃজিত । তাই 19 তারিখ বাড়িতেই সৃজিতের জন্য নিজের হাতে রান্না করেছিলেন মিথিলা । মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মাংস । সৃজিত চিংড়ি মাংস খেতে ভালোবাসেন । ঘরোয়াভাবে সেইদিনই জন্মদিন পালন করেছিলেন সৃজিত ।

গতবার, অর্থাৎ বিয়ের আগে সৃজিতের জন্য বার্থ ডে প্ল্যান করেছিলেন মিথিলা । রেস্তরাঁ বুক করে বন্ধুদের আমন্ত্রণ করেছিলেন । এবার তো ওরকম কিছু করতে পারলেন না । তাই এবার ঘরোয়াভাবেই স্বামীর জন্মদিন পালন করলেন তিনি ।

একসঙ্গে সৃজিত ও মিথিলা

তবে জন্মদিনে খাওয়া দাওয়ার পাশাপাশি উপহারও থাকে । তাই এবার সৃজিতকে কী উপহার দিলেন মিথিলা ? এ প্রসঙ্গে মিথিলা বলেন, "সৃজিত খুব একটা উপহার পছন্দ করে না । কিছু দিতে গেলেই বলে আমার কিছু লাগবে না । ওই যে রান্নাটা করেছি, ওটাই উপহার । কারণ, ও খেতে খুব ভালোবাসে ।"

বাংলাদেশে বেশ কিছু কাজের কথা হচ্ছিল মিথিলার । সে প্রসঙ্গে তিনি বলেন, "হঠাৎ করে আমাদের ভিসা হয়ে যাওয়ায় এখানে চলে আসি । আর প্যানডেমিকের কারণে এখনও কিছু প্ল্যান করার সুযোগ হয়ে ওঠেনি । আমি কাজ করতেই চাই । তবে এখন সব কিছু খুবই অনিশ্চিত ।"

সৃজিতের কোনও ছবিতে কি কাজ করবেন মিথিলা ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা তো আমি বলতে পারব না সৃজিতই বলতে পারবে । সেরকম চরিত্র হলে সৃজিতই জানবে । আমার পক্ষে বলা সম্ভব নয় ।"

ABOUT THE AUTHOR

...view details