পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Actress Raima Islam Shimu's body found : রাস্তায় পড়ে বাংলাদেশি অভিনেত্রীর বস্তাবন্দি দেহ, অপরাধ স্বীকার স্বামীর ! - missing bangladeshi actress raima islam shimus body found

রাস্তার উপর পড়ে বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি দেহ (Bangladeshi actress Taima Islam Shimu Murder case) ৷ তাঁকে খুন করেছেন বলে পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছে তাঁর স্বামী (Actress Raima Islam Shimu's body found )৷

missing Bangladeshi actress Raima Islam Shimu's dead body recovered
রাস্তায় পড়ে বাংলাদেশি অভিনেত্রীর বস্তাবন্দি দেহ, অপরাধ স্বীকার স্বামীর !

By

Published : Jan 18, 2022, 2:42 PM IST

Updated : Jan 18, 2022, 4:53 PM IST

ঢাকা, 18 জানুয়ারি: কয়েকদিন ধরে নিখোঁজ বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃতদেহ (Bangladeshi actress Raima Islam Shimu Murder case) উদ্ধার হল ঢাকার রাস্তায় ৷ সোমবার কেরানিগঞ্জের হজরতপুর সেতুর কাছে বস্তাবন্দি অবস্থায় 45 বছরের অভিনেত্রীর দেহাংশ মেলে বলে জানিয়েছে পুলিশ (Actress Raima Islam Shimu's body found )৷ এই ঘটনায় জড়িত সন্দেহে অভিনেত্রীর স্বামী শাখাওয়াত আলিম নোবেলকে আটক করা হয় ৷

পুলিশের দাবি, সারারাত ধরে জেরার মুখে ভেঙে পড়ে ধৃত ব্যক্তি ৷ সে স্বীকার করে নিয়েছে যে, সে-ই তার স্ত্রী রাইমাকে খুন করেছে ৷ এই ঘটনায় শিমুর স্বামীর বন্ধু ফারহাদ হোসেনকেও পুলিশ গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে হত্যায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে ৷ খুন করা ও শিমুর দেহ বস্তাবন্দি করে ফেলার কাজে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ (Bangladesh news)৷

আরও পড়ুন:ধর্ষণ-খুনের চেষ্টায় গ্রেফতার অভিযুক্তরা, কৃতজ্ঞতা জানিয়ে হাসিনাকে মা সম্বোধন পরীমণির

শিমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে রবিবার রাতে কলাবাগান থানায় মিসিং ডায়েরি করেন অভিনেত্রীর প্রতিবেশীরা ৷ সোমবার স্থানীয়রা বস্তাবন্দি দেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

1998 সালে বর্তমান ছবি দিয়ে অভিষেক ঘটে এই অভিনেত্রীর ৷ এরপর 25টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ বাংলাদেশ ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সহকারী সদস্য ছিলেন তিনি ৷ বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও বেশ কিছু কাজ করেছেন তিনি ৷ করেছেন প্রযোজনাও ৷

Last Updated : Jan 18, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details