ঢাকা, 18 জানুয়ারি: কয়েকদিন ধরে নিখোঁজ বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃতদেহ (Bangladeshi actress Raima Islam Shimu Murder case) উদ্ধার হল ঢাকার রাস্তায় ৷ সোমবার কেরানিগঞ্জের হজরতপুর সেতুর কাছে বস্তাবন্দি অবস্থায় 45 বছরের অভিনেত্রীর দেহাংশ মেলে বলে জানিয়েছে পুলিশ (Actress Raima Islam Shimu's body found )৷ এই ঘটনায় জড়িত সন্দেহে অভিনেত্রীর স্বামী শাখাওয়াত আলিম নোবেলকে আটক করা হয় ৷
পুলিশের দাবি, সারারাত ধরে জেরার মুখে ভেঙে পড়ে ধৃত ব্যক্তি ৷ সে স্বীকার করে নিয়েছে যে, সে-ই তার স্ত্রী রাইমাকে খুন করেছে ৷ এই ঘটনায় শিমুর স্বামীর বন্ধু ফারহাদ হোসেনকেও পুলিশ গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে হত্যায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে ৷ খুন করা ও শিমুর দেহ বস্তাবন্দি করে ফেলার কাজে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ (Bangladesh news)৷