পুয়ের্তো রিকো, 17 ডিসেম্বর:কোভিডের থাবা বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে ৷ তার জেরে আপাতত স্থগিত করা হল মিস ওয়ার্ল্ড 2021-এর ফিনালে (Miss World 2021 postponed for Covid outbreak)৷ জানা গিয়েছে, মিস ইন্ডিয়া 2020 মানাসা বারাণসী (Miss India Manasa Varanasi covid positive)-সহ 17 জন প্রতিযোগী ও কর্মী কোভিডে আক্রান্ত (Covid outbreak in Miss World 2021)৷ এই অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না-পড়ে, সে জন্য পুয়োর্তো রিকোয় মিস ওয়ার্ল্ডের ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড 2021 সাময়িক ভাবে পুয়ের্তো রিকোর ফিনালেটা পিছিয়ে দিচ্ছে ৷" মিস ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়, "প্রতিযোগীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন মিস ওয়ার্ল্ড ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে প্রতিযোগীরা কোভিড পজিটিভ তাঁদের মধ্যে রয়েছেন আমাদের রানি মানাসা বারাণসীও ৷ বর্তমানে পুয়ের্তো রিকোতেই আইসোলেশনে আছেন মানাসা ৷"
আরও পড়ুন:Miss Universe 2021 : একুশ বছর পর দেশকে মিস ইউনিভার্সের খেতাব এনে দিলেন হারনাজ