মুম্বই, 23 ডিসেম্বর: বিশ্বজয় করেছেন সৌন্দর্যে ৷ তারিফ কুড়িয়েছেন বুদ্ধিমত্তায় ৷ এবার তাঁর লক্ষ্য বলিউড ৷ শিগগিরই মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার পরিকল্পনা রয়েছে মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর (Bollywood debut plans of Harnaaz Sandhu) ৷ তবে শুধু সাধারণ একজন অভিনেত্রী তিনি হতে চান না ৷ তাঁর চরিত্রে চাই গভীরতা, বাঁধা গতের বাইরে বেরিয়ে মহিলাদের স্রোতের প্রতিকূলে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ ৷
পঞ্জাবি ফিল্মে অভিনয় আগেই করেছেন ৷ ইতিমধ্যেই আরও দু‘টি আপকামিং পঞ্জাবি ফিল্মের কাজও তাঁর হাতে রয়েছে ৷ তবে হরনাজ সান্ধুর (Miss Universe Harnaaz Sandhu) পাখির চোখ এখন বলিউড ৷ এপ্রসঙ্গে প্রশ্ন করতে তিনি বলেন, "আমি নিজেকে সেখানে দেখতে চাই কারণ সেটা সবসময়ই আমার প্যাশন ছিল ৷ কিন্তু আমি একজন সাধারণ অভিনেত্রী হতে চাই না ৷ আমি এমন একজন প্রভাবশালী অভিনেত্রী হতে চাই, যিনি সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন ৷ যে চরিত্র মহিলাদের নিয়ে যাবতীয় স্টিরিয়োটাইপ ভেঙে দিয়ে দেখিয়ে দিতে পারবে যে মহিলারা কী করতে পারে ৷"
আরও পড়ুন:Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে