কলকাতা, 8 জুলাই : বাচ্চা থেকে বুড়ো - চকোলেট ভালবাসেন না এমন মানুষ হাতে গোনা ৷ ক্যাভিটি-ক্যালোরির টেনশন ভুলে দেদার চকোলেটে মজে যান অনেকেই ৷ তবে সেই সাধের চকোলেটই চোখে জল এনে দিয়েছিল সঞ্চালক তথা অভিনেতা মীর আফসার আলির ৷ আজ নয়, বছর পাঁচেক আগে ৷ বিশ্ব চকোলেট দিবসে সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন মীর ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন মীর আফসার আলি ৷ সেই ছবিতে তাঁর পাশেই রয়েছে তাঁর কন্যা ৷ ছবিটা সুইৎজারল্যান্ডের ৷ সেই ছবিতে এক গাল হাসিমুখে দেখা যাচ্ছে মীরকন্যাকে ৷ তার হাতে 2 ব্যাগ ভর্তি চকোলেট ৷ মেয়ের মুখে হাসি থাকলেও পাশেই দাঁড়িয়ে কাঁদছেন বাবা ৷ আর তাঁর হাতে লম্বা একটা রসিদ ৷ ছবিটি দেখেই আন্দাজ করা যাচ্ছে যে, মেয়ের জন্য চকোলেট কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে গিয়েছে মীরের ৷ বিলটি দেখিয়ে সেটাই বুঝিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:দিলীপ কুমারের মৃত্যু হয়নি, তিনি সর্বদা আমাদের সঙ্গেই থাকবেন : ঋতুপর্ণা
সদা হাস্যরসে টইটম্বুর মীর এই ছবিটি পোস্ট করে রসিকতার সুরেই ক্যাপশনটিও লিখেছেন ৷ তিনি লেখেন, "বিশ্ব চকোলেট দিবসে আমার ছবি ৷ ব্রোক নামে একটি জায়গা আছে সুইৎজারল্যান্ডে...সেখানে আছে একটা চকোলেটের কারখানা...নেসলের আঁতুড়ঘর বলা যেতে পারে...খবরদার ! খুব সাবধান ! কেউ কখনও কোনও বাচ্চার সঙ্গে যেও না সেই স্থানে...5 বছর আগে মস্ত ভুল করেছিল এক বাবা...৷"
মীরের এই ছবি ও তার ক্যাপশন দেখেই স্পষ্ট হয়ে যায় ছবিটা ৷ বিদেশ বিভুঁইয়ে গিয়ে চকোলেট কারখানা দেখে স্থির থাকতে পারেনি মীরকন্যা ৷ সে সুইস চকোলেটের রকমারি ফ্লেভার কেনার জন্য বাবার কাছে বায়না করে ৷ মেয়ের আব্দার রেখেছেন বাবা ৷ ব্যাগ ভরে চকোলেট কিনে দিয়েছেন মেয়েকে ৷ তবে বিল দেখে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন:রুপোলি পর্দায় সোনালি বাবা
এই পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে বিশ্ব চকোলেট দিবস কথাটিও লিখেছেন মীর ৷ 7 জুলাই অর্থাৎ গতকাল ছিল বিশ্ব চকোলেট দিবস ৷ রসিকতার চেনা ছন্দেই সোশ্যাল মিডিয়ায় এই দিনটি উদযাপন করলেন মীর আফসার আলি ৷