কলকাতা : নিজে দুই কুকুরের মা মিমি চক্রবর্তী । হ্য়াঁ, বাড়ির পোষ্যদের তিনি নিজের চারপেয়ে সন্তান বলেই পরিচয় দেন । তবে শুধু বাড়ির কুকুর নয়, পথ কুকুরদের নিয়েও সমান দরদী মিমি । সাংসদ হওয়ার আগে ও পরে তিনি ওই অসহায় কুকুরদের জন্য অনেককিছু ভেবেছেন, করেছেন । সারা দেশ জুড়ে যখন লকডাউন, তখনও তাই মিমি চুপ থাকলেন না । পথকুকুরদের একটু সাহায্য করার আর্জি জানালেন সোশাল মিডিয়ায় ।
বললেন, "আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেটা আপনাদের রাখতে বলব । এখন এখটা লকডাউন চলছে । ওষুধের দোকান, মুদিখানার দোকান, সবজীর দোকান এগুলো ছাড়া বেশিরভাগ দোকান বন্ধ । রেস্টুরেন্ট, ফুড স্টল সবই বন্ধ রয়েছে । তাই রাস্তার কুকুরগুলো এইসব রেস্টুরেন্ট বা ফুড স্টল থেকে যে খাবার খেত বা আমরা বাড়ির বাইরে গিয়ে যে খাবার দিয়ে আসতাম, সেগুলো বন্ধ ।"