কলকাতা : আমরা অনেক সময় যা ভাবি তা হয় না । বরং যেটা ভাবি না সেটাই করতে হয় । অভিনেতা তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি । আর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তা বুঝিয়ে দেন তিনি ।
কোরোনা আতঙ্কের জেরে সিনেমার শুটিং অসমাপ্ত রেখেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন মিমি চক্রবর্তী । এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । তাঁর কোয়ারেন্টাইন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি । এই মুহূর্তে পরিবারের সদস্যদেরও কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি । তাই ঘরের সব কাজ একা হাতেই সামলাতে হচ্ছে তাঁকে ।
কোয়ারেন্টাইনে থাকার সময় মিমি ভেবেছিলেন জিম করে নিজের শরীর চর্চা করবেন । কিন্তু, তার পরিবর্তে রান্না ঘর পরিষ্কার করে সময় কাটাচ্ছেন । সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবিকে কোলাজ করে একটি ছবি পোস্ট করেন । প্রথম ছবিতে জিমে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির নিচে লেখা 'এক্সপেকটেশন'। আর অন্য ছবিতে রান্নাঘর পরিষ্কার করতে দেখা গিয়েছে । তার নিচে লেখা 'রিয়েলিটি'। আসলে তিনি ভেবেছিলেন জিমে গিয়ে শরীর চর্চা করবেন । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে তা আর সম্ভব হয়নি । অগত্যা বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি ।