কলকাতা, 31 অক্টোবর:শুটিং শেষ । এবার পোস্ট প্রোডাকশনের পথে মৈনাক ভৌমিকের আসন্ন বাংলা ছবি 'মিনি' (Mini)। শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-সহ গোটা ইউনিট ।
এই প্রথমবার মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী । ওদিকে, এই ছবির প্রযোজনায় রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী । তাঁর সঙ্গী হয়েছেন রাহুল ভঞ্জ । প্রযোজক হিসেবে ডেবিউ করলেন সম্পূর্ণা ।
'মিনি'র গল্প আবর্তিত হয় মিনি এবং তিতলিকে কেন্দ্রে রেখে । এরা দুই অসমবয়সি বন্ধু । বন্ধুত্বের যে কোনও বয়স হয় না, তা আবারও প্রমাণিত হবে এ বার । তিতলির চরিত্রে মিমি চক্রবর্তী এবং মিনির চরিত্রে শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় ।
শেষ হল ছবির শুটিং । শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে পাওয়া গেল মিমি, অয়ন্না-সহ বাকিদেরও । মিমির কথায়, "আমি খুব এক্সাইটেড চরিত্রটা নিয়ে । মৈনাকের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আর আমাদের পুচকি অয়ন্না খুব ভাল কাজ করছে । খুব শিগগিরই ছবিটা সিনেমা হলে আসবে বলে আমরা আশাবাদী । সকলের শুভকামনা চাই ।"