পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mimi Chakraborty: শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার, ভুয়ো টিকা নিয়ে কী বললেন মিমি ? - মিমি চক্রবর্তীর খবর

তিনি শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার ৷ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভুয়ো টিকা (Fake Vaccination Case) নিয়ে মুখ খুলে এ কথা বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন ৷

mimi chakraborty shares a post over fake vaccination case
শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার, ভুয়ো টিকা নিয়ে কী বললেন মিমি ?

By

Published : Jun 30, 2021, 4:51 PM IST

কলকাতা, 30 জুন : ভুয়ো টিকাকরণের (Fake Vaccination Case) শিকার তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এখন ভাল আছেন ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন তিনি ৷ জানিয়েছেন, সেই সঙ্কটের দিনগুলিতে তাঁর যন্ত্রণার কথা ৷ শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তিনি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রী ৷

আজ ইনস্টাগ্রামে এক গোছা তরতাজা লিলি ফুলের ছবি পোস্ট করেন তিনি ৷ সেই পোস্টেই তিনি লিখেছেন, "আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন দিনগুলো কতটা খারাপ ছিল, তাহলে বলব আমি শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছি ৷ আমার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, যাঁরা আমার কথা ভেবেছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ ৷ সবাইকে অনেক ধন্যবাদ ৷ আপনারা আবার আমার শক্তি বাড়ালেন ৷ আজ আমি ফের নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমার মাথা আরও উঁচু হয়েছে আর আমার উচ্চাকাঙ্ক্ষাগুলি আরও উপরে উঠেছে ৷"

আরও পড়ুন:বেবি বাম্প দেখিয়ে মাতৃত্বের ঘোষণা ফ্রিডা পিন্টোর, 2021-এ আর যাঁরা মা হচ্ছেন...

কসবার ভুয়ো টিকাকরণের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী ৷ সাতসকালে তাঁকে দেখতে তাঁর বাড়িতে যান চিকিৎসক ৷ তিনি জানান, মিমির রক্তচাপ কমে গিয়েছে ৷ পেটে যন্ত্রণাও হচ্ছিল তাঁর ৷ শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন ৷ ডিহাইড্রেশনও দেখা দেয় তাঁর ৷ ভুয়ো টিকা নেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কি না তা নিয়ে শোরগোল পড়ে যায় বিনোদন থেকে শুরু করে রাজনৈতিক মহলে ৷ তবে আজ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানালেন, তিনি এখন অনেক ভাল আছেন ৷

আরও পড়ুন:মিমিদের করোনার আসল টিকা দেওয়া হয়নি, নিশ্চিত করল কলকাতা পুরনিগম

দিনকয়েক আগেই কসবার কেন্দ্র থেকে ভুয়ো টিকা নেওয়ার পর শংসাপত্র না-পেয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী ৷ এরপরই প্রকাশ্যে আসে বিরাট প্রতারণার চক্র ৷ গ্রেফতার করা হয় আইএএস হিসেবে নিজেকে পরিচয় দেওয়া দেবাঞ্জন দেবকে ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন যাদবপুরের সাংসদ ৷ যাঁরা ওই কেন্দ্র থেকে ভুয়ো টিকা নিয়েছিলেন, তাঁদের আতঙ্কিত না-হওয়ার আবেদন জানান তিনি ৷ তবে এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details