পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পোষ্যদের সঙ্গে খেলায় মাতলেন মিমি - mimi home

বাড়ির ছাদে পোষ্যদের সঙ্গে খেলায় মেতে উঠলেন মিমি । সম্প্রতি সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

sdf
sdf

By

Published : Apr 23, 2020, 9:39 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন মিমি চক্রবর্তী । আর সেখানে তাঁর সঙ্গে রয়েছে দুই পোষ্য । তাদের নিয়েই সময় কেটে যাচ্ছে মিমির । সম্প্রতি বাড়ির ছাদে তাদের সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে ।

পড়ন্ত বিকেলে পোষ্যদের নিয়ে বাড়ির ছাদে উঠেছিলেন মিমি । এরপর তাদের সঙ্গে খেলতে শুরু করেন । পোষ্যদের সঙ্গে এভাবে সময় কাটাতে পেরে মিমিও খুবই খুশি । খেলার পর কিছুক্ষণ ছাদের ধারে দাঁড়িয়ে গোটা শহরটাকে এক ঝলক দেখে নেন মিমি । তারপর ফের পোষ্যদের নিয়ে মেতে ওঠেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় শুটিং । তখন অবশ্য 'বাজি' ছবির শুটিং করতে লন্ডনে গিয়েছিলেন মিমি । যদিও শুটিং বন্ধের নির্দেশ জারির পরই তড়িঘড়ি কলকাতায় ফেরেন । এরপর 14দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি । এরপর লকডাউন জারি হওয়ার পর পুরোপুরি গৃহবন্দী মিমি । ঘরের মধ্যে পোষ্যদের নিয়েই সময় কাটছে তাঁর । পোষ্যরা তাঁর সন্তানের মতোই । আর তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি । এভাবেই এই কঠিন সময়ের মধ্যে সবাইকে পজ়িটিভ থাকাতে অনুরোধ করেন অভিনেত্রী ।

কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে জলপাইগুড়িতে নিজের সেই ছোটোবেলার বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন মিমি । নিজের স্কুল ইউনিফর্ম, বাড়ির বাগান, ছোটোবেলার স্মৃতিতে মোড়া ঘর । সবই দেখান তিনি ।

তবে সেই ভিডিয়ো এখন শুট করা নয় । বেশ কয়েক মাস আগে বোনের বিয়ের জন্য বাড়িতে গিয়েছিলেন তিনি । তখনই ওই ভিডিয়ো শুট করেছিলেন বলে জানান । যদিও তা সম্প্রতি ইউটিউবে শেয়ার করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details