কলকাতা : বড়দিনের সকালেই অনুরাগীদের উপহার দিলেন মিমি চক্রবর্তী । মুক্তি পেল তাঁর পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া'।
কথা ছিল এই গান মুক্তি পাবে 27 ডিসেম্বর । কিন্তু, গানের টিজ়ার মুক্তির পর তার প্রতি অনুরাগীদের ভালোবাসা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন মিমি । ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছিলেন তিনি । আর সেই মতোই আজ সকালে মুক্তি পায় 'তোমার খোলা হাওয়া' গানটি । এই গানের ভিডিয়োর শুটিং করা হয়েছে সুন্দরবনের মৌসুনি দ্বীপে । ড্রোনের সাহায্যেই শুটিং করা হয়েছে বলে জানা গিয়েছে ।
নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ় করেন মিমি । আর গান মুক্তির কয়েক মিনিট পরই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । প্রশংসায় ভরে যায় ইউটিউবের কমেন্ট বক্স ।