কলকাতা : লকডাউনে বাড়িতে থাকার কথা বলা হচ্ছে সব জায়গায় । কিন্তু এমন কিছু প্রয়োজন আছে, যেগুলোর জন্য বাইরে বেরোতে বাধ্য হন সাধারণ মানুষ । ওষুধ তার মধ্যে অন্যতম । এবার সেই প্রয়োজন কমাতে উদ্যোগ নিলেন মিমি চক্রবর্তী । হোয়াটসঅ্যাপের মাধ্য়মে প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেই বাড়ির দোরগোড়ায় মিলবে ওষুধ, জানালেন অভিনেত্রী-সাংসদ ।
মিমি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন একটি বিজ্ঞপ্তি । সেখানে একটি নম্বর দেওয়া রয়েছে । নম্বরটিতে প্রেস্ক্রিপশন পাঠিয়ে দিলে এক সাংসদ প্রতিনিধি বাড়ি গিয়ে পৌঁছে দেবে ওষুধ । এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে বলেও উল্লেখ করা সেই বিজ্ঞপ্তিতে ।