কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মিমি চক্রবর্তী । 2.5 মিলিয়ন ফ্যান ফলোয়ারের মনোরঞ্জন করেন তিনি প্রতিদিন । সাংসদ নয়, নায়িকা নয়, একেবারে মিমি হয়েই তিনি ধরা দেন তাঁর অনুরাগীদের কাছে ।
আজও একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি । নিজের গানের অ্যালবাম 'তোমার খোলা হাওয়ায়'-র BTS বা 'বিহাইন্ড দ্য সিন' ভিডিয়ো সেটি । স্বপ্নের মতো সুন্দর সেই মিউজ়িক ভিডিয়ো তৈরির গল্পটা কিন্তু অতটা স্বপ্নীল নয় ।