কলকাতা : বলিউডে ড্রাগ মামলায় যে ক'জনের নাম জড়িয়েছে, তাঁরা প্রায় প্রত্যেকেই মহিলা । বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে । শুধু ড্রাগ নেওয়ার জন্য নয়, অন্তর্নিহিত আরও অনেক জটিলতার কারণেই একের পর এক অপ্রত্যাশিত নাম উঠে আসছে এই মামলায় । পুরো ব্যাপারটার মধ্যে এক পিতৃতন্ত্রের গন্ধ পেয়েছেন মিমিও ।
সোশাল মিডিয়ায় একটি কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী । তবে সরাসরি নয়, বেশ এক হাস্যরসের মোড়কে সমাজের উদ্দেশে কটুক্তি করেছেন তিনি ।