পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কেবল মহিলারাই মাদক নেন, আর পুরুষরা যেন বাড়িতে বসে রান্না করেন" - Mimi chakrabarty on bollywood drug probe

এভাবেই দেশজুড়ে চলা পিতৃতন্ত্রকে ঠুকলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ।

Mimi chakrabarty on bollywood drug probe
Mimi chakrabarty on bollywood drug probe

By

Published : Sep 25, 2020, 8:12 AM IST

কলকাতা : বলিউডে ড্রাগ মামলায় যে ক'জনের নাম জড়িয়েছে, তাঁরা প্রায় প্রত্যেকেই মহিলা । বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে । শুধু ড্রাগ নেওয়ার জন্য নয়, অন্তর্নিহিত আরও অনেক জটিলতার কারণেই একের পর এক অপ্রত্যাশিত নাম উঠে আসছে এই মামলায় । পুরো ব্যাপারটার মধ্যে এক পিতৃতন্ত্রের গন্ধ পেয়েছেন মিমিও ।

সোশাল মিডিয়ায় একটি কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী । তবে সরাসরি নয়, বেশ এক হাস্যরসের মোড়কে সমাজের উদ্দেশে কটুক্তি করেছেন তিনি ।

.

মিমি লিখেছেন, "হ্যাঁ পিতৃতন্ত্র, বলিউডে কেবলমাত্র মহিলারাই ড্রাগ নেন । আর বলিউডের পুরুষরা ঘরে বসে রান্না করেন, ঝাড়পোছ করেন । আর ছলছল চোখে হাতজোড় করে প্রার্থনা করে বলেন - হে ভগবান, আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা কোরো ।"

এমনিতে খুব একটা বিতর্কে জড়ান না মিমি চক্রবর্তী । তাঁর পোস্টে সবসময় পজ়িটিভিটির কথা বলা হয়, নারীদের ক্ষমতায়নের কথা বলা হয় । তবে বর্তমানের হালহকিকত দেখে তিনিও মেজাজ হারিয়েছেন ।

দেখে নিন মিমির পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details