পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এ কি অবস্থা মিমির ! - মিমি চক্রবর্তীর খবর

ক্ষতবিক্ষত মুখ, গায়ে মাখা ভুসো-কালি, ছেঁড়া জামাকাপড় । এ কি অবস্থা মিমি চক্রবর্তীর ? সোশাল মিডিয়ায় এই ভয়ানক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ।

Mimi chakrabarty social media
Mimi chakrabarty social media

By

Published : Nov 2, 2020, 9:40 AM IST

কলকাতা : সোশাল মিডিয়ায় এখন হ্যালউনের ধুম । সবাই তাঁদের হ্যালউইন লুক শেয়ার করছেন সেখানে । ভয়াবহ সেই সব লুক । কারও ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে রক্ত, তো কারও চামড়া গেছে কেটে-ছিঁড়ে । বলি-টলির প্রায় সব সেলেবরাই মেতে এই নতুন খেলায় । মিমি চক্রবর্তীই বা বাদ পড়েন কেন ?

তিনিও তাঁর হ্য়ালউইন লুক শেয়ার করেছেন ইনস্টাতে । তবে এই লুক তিনি হ্যালউইনের জন্য তৈরি করেননি । 'SOS কলকাতা'-ছবিটির জন্য তাঁকে এমন একটি লুক দেওয়া হয়েছিল । কোনও একটি দুর্ঘটনার দৃশ্য় ছিল সেটি ।

মেকআপ করার পরেই ছবি তুলে রেখেছিলেন মিমি । সেটাকেই কাজে লাগালেন তিনি । বললেন হ্যালউইনের জন্য একেবারে সেরা ছবি ।

ক্যাপশনে মিমি লিখেছেন, "আমার হ্য়ালউইন লুক । মনে হল এখনই এই ছবিটা দেওয়া যেতে পারে । কারণ পুরো ইন্টারনেট এখন হ্যালউইন নিয়ে মেতে রয়েছে । এটি আমার ছবি SOS কলকাতা-র লুক ।"

দেখে নিন মিমির পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details