কলকাতা : সোশাল মিডিয়ায় এখন হ্যালউনের ধুম । সবাই তাঁদের হ্যালউইন লুক শেয়ার করছেন সেখানে । ভয়াবহ সেই সব লুক । কারও ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে রক্ত, তো কারও চামড়া গেছে কেটে-ছিঁড়ে । বলি-টলির প্রায় সব সেলেবরাই মেতে এই নতুন খেলায় । মিমি চক্রবর্তীই বা বাদ পড়েন কেন ?
তিনিও তাঁর হ্য়ালউইন লুক শেয়ার করেছেন ইনস্টাতে । তবে এই লুক তিনি হ্যালউইনের জন্য তৈরি করেননি । 'SOS কলকাতা'-ছবিটির জন্য তাঁকে এমন একটি লুক দেওয়া হয়েছিল । কোনও একটি দুর্ঘটনার দৃশ্য় ছিল সেটি ।