কলকাতা : সরকারি অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান দেওয়ার বিতর্ক এখনও চলছে । নেতাজির জন্মজয়ন্তীর দিন কলকাতায় হয়ে যাওয়া মোদি-মমতা সংঘাত জায়গা করে নিয়েছে সর্বভারতীয় স্তরে । এবার আরও একটি বিতর্ক দানা বাঁধছে, সেটা দূষণ সম্পর্কিত ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জাতীয় হেরিটেজ ভবন । অনেক নিয়মকানন মেনে সেখানে প্রবেশ করতে হয় । কিন্তু এহেন হেরিটেজেই যত্রতত্র পড়ে রয়েছে খাবারের বাক্স, প্লাস্টিকের প্যাকেট সহ নানা আবর্জনা । সৌজন্যে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান ।
এই দেখেই সোশাল মিডিয়ায় সরব মিমি চক্রবর্তী । তিনি প্রশ্ন তুলেছেন, "যখন আপনারা জাতীয় হেরিটেজে একটি অনুষ্ঠানের আয়োজন করছেন, তখন অনুষ্ঠান শেষে জায়গাটা পরিষ্কার করে যাচ্ছেন না কেন ? এটাকে দায়িত্ববোধ বলে ।"