পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যানসার আক্রান্ত পরিবারের সদস্য, দম বন্ধ হয়ে যাচ্ছে মিমির.. - মিমি চক্রবর্তীর খবর

মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম দুই সদস্য চিকু আর ম্যাক্স । এই চারপেয়ে পোষ্যদের নিজের সন্তানের মতো করে পালন করেন মিমি । তবে সম্প্রতি জানা গেছে যে, ক্যানসারে আক্রান্ত চিকু । খবরটি পেয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

Mimi chakrabarty dog cancer
Mimi chakrabarty dog cancer

By

Published : Feb 25, 2021, 2:53 PM IST

কলকাতা : মিমি চক্রবর্তীর পোষ্যপ্রেমের কথা জানেন সবাই । শুধুমাত্র বিদেশি প্রাণী নয়, রাস্তায় থাকা অসহায় প্রাণীদের নিয়েও চিন্তিত থাকেন মিমি, এই সব প্রাণীদের সুরক্ষার দাবিতে সংসদে বক্তব্যও রেখেছেন তিনি । নিজের বাড়িতে দুই চারপেয়ে সন্তান রয়েছে মিমির । তাদের নিয়ে ভরভরন্ত সংসার তাঁর । তবে সম্প্রতি জানা গেছে যে, ক্যানসারে আক্রান্ত তাদের মধ্যে একজন ।

ল্যাব্রাডর প্রজাতির কুকুর চিকুর শরীরে বাড়ছে ক্যানসার । জানতে পেরে একেবারে ভেঙে পড়েছেন মিমি । তাঁর দমবন্ধ হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে । নিজের বড় ছেলের মতো করে যাকে মানুষ করেছেন, তার অসুস্থতার কথা মেনে নিতে পারছেন না তিনি ।

এদিকে এখানকার ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন । তাই চেন্নাইয়ের পশুচিকিৎসকদের কাছে যাবার কথা ভাবছেন মিমি । কারও কাছে কোনও খোঁজ আছে কিনা জানতে চেয়ে সোশাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি । সঙ্গে দিয়েছেন চিকুর দু'টো মিষ্টি ছবি । দেখে চোখ ভাসছে নেটিজেনদের ।

দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details